Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজীপুর ডিবি পুলিশ পরিচয়ে গরুর ট্রাক ছিনতাই : গরুসহ গ্রেফতার ২

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ মে, ২০২১, ৭:২২ পিএম

গাজীপুর থেকে ১৫টি গরু ও ২টি মহিষ বোঝাই একটি ট্রাক ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই হওয়ার ১২ ঘন্টার মধ্যে তা উদ্ধার করেছে গাজীপুর জেলা ডিবি পুলিশ। এ ব্যাপারে ঢাকার উওরার দিয়া বাড়ি এলাকা থেকে আবুল কাশেম( ৪৩) ও মনির হোসেন (২৫) নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

এ সময় পুলিশ সুপার বলেন, রিমন নামের এক ব্যবসায়ী সোমবার ১৫টি গরু ও ২টি মহিষ রাজশাহী সিটি হাট থেকে কিনে মুন্সিগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে গাজীপুরে জেলার কালিয়াকৈরের চন্দ্রা ফ্লাইওভারের কাছে একটি গরু অসুস্থ হয়ে পড়লে ট্রাক থামায়। এ সময় ৭ /৮ জনের একটি ছিনতাইকারী দল নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে অস্ত্রের মুখে ওই ব্যবসায়ীকে জিম্মি করে গরু ও মহিষগুলো নিয়ে যায় এবং ব্যবসায়ী ও চালককে একটি মাইক্রোবাসে তুলে হাত-পা বেঁধে ঢাকা - ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় ফেলে দেয়।

বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে গাজীপুর জেলা ডিবি পুলিশের ওসি আমির হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন।

পরে প্রযুক্তি ব্যবহার করে ঢাকার উওরার দিয়া বাড়ি এলাকার আবুল কাশেমের গরুর গামার থেকে ১৫টি গরু ও ২টি মহিষ উদ্ধার করেন। এ সময় গামারের মালিক আবুল কাশেম (৪৩) ও মনির হোসেন (২৫) কে গ্রেফতার করা হয়। প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানী, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, গাজীপুর জেলা ডিবি পুলিশের ওসি আমির হোসেন প্রমু্খ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ