Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তৃতীয় শ্রেণীর ছাত্রীকে উত্যক্ত করায় রিক্সাচালকের ৬ মাসের কারাদন্ড

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৫ মে, ২০২১, ৭:২২ পিএম

বাগেরহাটের ফকিরহাট উপজেলার জাড়িয়া মাইট কুমড়া গ্রামে তৃতীয় শ্রেনীর এক ছাত্রীকে উত্যক্ত করার অপরাধে মোহম্মদ আলী বিশ্বাস (৫০) নামে রিক্সা চালককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ মোঃ খায়রুল আনাম জানান, মঙ্গলবার সকাল ৯ টার দিকে ওই স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সানজিদা বেগম তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আটককৃত মোহম্মদ আলী বিশ্বাস খুলনা জেলার ফুলতলার বরনপাড়া কলতলা এলাকার মৃত লতিফ বিশ্বাসের পুত্র। সে দীর্ঘদিন যাবত ফকিরহাটের লখপুর ইউনিয়নের জাড়িয়া-মাইট কুমড়া গ্রামে এক আত্মীয়ের বাড়ীতে বসবাস করে আসছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ