মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বেইজিং থেকে ২০ লাখ ডোজ সিনোভ্যাক ভ্যাকসিনের আরো একটি চালান ইসলামাবাদে নিয়ে এসেছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) বিশেষ ফ্লাইট পিকে-৬৮৫৩। চীনে পিআইএর কান্ট্রি ম্যানেজার কাদির বাক্স সাঙ্গি জানিয়েছেন, গত রোববার, আরো একটি ফ্লাইট পিকে-৮৫৫২ পাকিস্তানে কোভিড-১৯ মহামারীর চলমান তরঙ্গের বিরুদ্ধে লড়াইয়ে চীন থেকে সিনোভ্যাক জাবের ২০ লাখ ডোজ চালানও নিয়ে গেছে। সংশ্লিষ্ট চীনা কর্তৃপক্ষ পাকিস্তানকে মারাত্মক ভাইরাসের সংক্রমণ রোধের সহায়তায় ভ্যাকসিনের নিরবচ্ছিন্ন সরবরাহ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সূত্রমতে, পাকিস্তান এখন পর্যন্ত কোভ্যাক্স প্রোগ্রামের মাধ্যমে চীন থেকে সিনোফার্ম, সিনোভ্যাক এবং ক্যানসিনো নিয়ে গঠিত কোভিড-১৯ ভ্যাকসিনের ১ কোটি ৩০ লাখেরও বেশি ডোজ পেয়েছে।
বর্তমানে, পাকিস্তান কোভিড-১৯ মহামারির তৃতীয় তরঙ্গের মুখোমুখি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো মহামারিবিরোধী ব্যবস্থা কঠোর এবং টিকা অভিযানকে সহজতর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
একজন কর্মকর্তার মতে, ৩০ থেকে ৩৯ বয়সের গ্রুপের টিকা গত শনিবার থেকে শুরু হয়েছে এবং অনির্দিষ্টকালের জন্য চলবে। পাকিস্তান ইতোমধ্যে সারা দেশে ৪০ বছর বা তার বেশি বয়সের লোকেদের টিকা দিচ্ছে।
ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার (এনসিওসি)-এর মতে, দেশটি এযাবৎ কোভিড-১৯ ভ্যাকসিনের ৪৯ লাখ ৯৬ হাজার ৮৮৩ ডোজ সরবরাহ করেছে, ১১ লাখ ৯৩ হাজার ৪৪১ জন পুরোপুরি ভ্যাকসিন লাভ করেছেন।
উল্লেখ্য, পাকিস্তান মার্চ মাসে চীনের উপহৃত ১০ লাখ ডোজ সিনোফার্ম ভ্যাকসিন দিয়ে টিকা অভিযান শুরু করে। এ বছরের ১ ফেব্রুয়ারি একটি সামরিক বিমান বেইজিং থেকে পরিবহনের মাধ্যমে ইসলামাবাদ কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম চালান পেয়েছিল। সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।