Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেই ভারতীয় চাল ফের খালাস হচ্ছে

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৫ মে, ২০২১, ১২:০১ এএম

ভারত থেকে আমদানি করা অতিরিক্ত ভাঙা-খুদ ও নিম্নমানের কারণে খালাস বন্ধ করে দেয়া সেই এমভি ড্রাগন জাহাজের চাল ফের খালাস শুরু হয়েছে। খাদ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, সরকারের নির্দেশনা মেনেই নিম্নমানের চাল বাদ দিয়ে ভালমানের চাল খালাস করা হচ্ছে। এর আগে গত ৭ মে নিম্নমানের চাল খালাস বন্ধ হওয়ার পর চালভর্তি জাহাজটি বহির্নোঙরে পাঠিয়ে দেয়া হয়। এখন সেখান থেকে লাইটার জাহাজযোগে বন্দর জেটিতে এনে খালাস করা হচ্ছে। এসব চাল হালিশহর ও দেওয়ানহাট সিএসডি খাদ্য গুদামে রাখা হচ্ছে।
খাদ্য বিভাগের একটি সূত্র জানায়, নিম্নমানের হওয়ার পরও রহস্যজনক কারণে এসব চাল গ্রহণ করছে খাদ্য বিভাগ। তবে চট্টগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক আবু নঈম মো. শফিউল আলম জানিয়েছেন, চাল সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, মন্ত্রণালয়ের টিম ও সার্ভেয়ার মিলে জাহাজেই বাছাই করে ভালমানের চাল গ্রহণ করা হচ্ছে। বাছাই করা চাল সাইলো জেটিতে পুনরায় বাছাই করে খালাস করা হচ্ছে। আমরা সরকারি নির্দেশনা মতো শতভাগ ভালোমানের চাল গ্রহণ করবো। গত শনিবার রাত থেকে খালাস প্রক্রিয়া শুরু হয়। প্রায় ২১ হাজার মেট্রিক টন চাল নিয়ে জাহাজটি বন্দরে আসার পর ৭ মে চাল খালাস শুরুর একপর্যায়ে চাল নিম্নমানের হওয়ায় খালাস বন্ধ করে দেয় খাদ্য বিভাগ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ