Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে আবাসিক হোটেল অসামাজিক কার্যকলাপ : ৭ নারী পুরুষ আটক

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৪ মে, ২০২১, ৮:৩১ পিএম

বাড়ছে অসামাজিক কার্যকলাপ সিলেটে। সেই অপতৎপরতা দমাতে বলতে গেলে প্রতিদিনই অভিযানে নেমেছে সিলেটে মেট্রোপলিটন পুলিশ। অভিযানের অংশ হিসেবে আজ সোমবার অসামাজিক কাজে লিপ্ত থাকার অপরাধে নগরীর একটি আবাসিক হোটেলে থেকে ৭ নারী-পুরুষকে আটক করেছে মহানগর পুলিশ। বেলা আড়াইটার দিকে নগরীর সুরমা মার্কেটে বদরুল আবাসিক হোটেলে এ অভিযান চালায় পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বন্দরবাজার পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই (নিরস্ত্র) মোঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি দল এ হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় দেখতে পায় কয়েকজন নারী পুরুষকে। এসময় ২ নারী ও ৫ পুরুষকে আটক করে পুরুষ। আটককৃত ৫ পুরুষের মধ্যে ৩ জনের বাড়ী দক্ষিণ সুরমার মোগলাবাজারে, একজন ওসমানীনগর ও একজন সুনামগঞ্জের বাসিন্দা।

উল্লেখ্য, ইতিপূর্বেও অসামাজিক কাজে লিপ্ত থাকায় বদরুল হোটেলে অভিযান চালিয়ে আটক করা হয়েছিল কয়েকজন নারী পুরুষকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ