Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় গোয়েন্দা পুলিশের অভিযানে ৫ চোর আটক

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৪ মে, ২০২১, ৮:২৫ পিএম

খুলনা জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে রূপসা থানা এলাকা থেকে দুইটি ছাগলসহ ৫ জন পেশাদার চোর গ্রেফতার হয়েছে। রোববার বিকেল ৪ টায় রূপসা থানাধীন ইলাইপুর সাকিনস্থ দলিলউদ্দীন সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন, মোঃ শহিদুল মীর্জা (২৮), মোঃ সাজু ব্যাপারী (২৫), মোঃ বাবুল শেখ (৩৫), মোঃ রাসেল শেখ (২৬) ও মোঃ জলিল মোল্যা (৬০)।

ডিবি পুলিশ জানায়, নিয়মিত টহলের সময়ে সন্দেহাতীত ভাবে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তারা এলোমেলো ও অসংলগ্ন তথ্য দিতে থাকে। পরে স্বীকার করে পিরোজপুর জেলার ইন্দুরকান্দি থানার গোশেরহাট নামক এলাকা থেকে ছাগল দু'টি চুরি করে এনেছে।

খুলনা জেলা ডিবি পুলিশের ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত জানান, গ্রেফতার সবাই পেশাদার চোর। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ