Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাগরিক টিভিতে দুই নতুন ধারবাহিক

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৫ মে, ২০২১, ১২:০২ এএম

নাগরিক টিভিতে শুরু হচ্ছে নতুন দুই ধারাবাহিক নাটক। ১ জুন থেকে শুরু হচ্ছে, নাটক ‘কর্পোরেট ভালোবাসা’। মঙ্গল থেকে বৃহস্পতিবার প্রতিদিন রাত ১০টায় প্রচার হবে এটি। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু। এতে অভিনয় করেছেন মীর সাব্বির, নাদিয়া আহমেদ, জামিল হোসেন, মানসী প্রকৃতি, আশিক চৌধুরী প্রমুখ। 'কর্পোরেট ভালোবাসা' নাটকে দেখা যাবে, আসাদ ও মনিকা একই অফিসে চাকরি করে। দুজন দুজনকে দেখতে পারে না পুরনো ঘটনার সূত্র ধরে। একপর্যায়ে দুজনের ভালোলাগা সৃষ্টি হয়। কিন্তু দুজনের বিয়ে অন্যত্র ঠিক হয়ে আছে। ৫ জুন থেকে শুরু হচ্ছে, ধারাবাহিক ‘গুগল ভিলেজ’। রচনা ও পরিচালনা করেছেন ফজলুল সেলিম। নাটকটি শনি থেকে সোম প্রতিদিন রাত ১০ টায় প্রচার হবে । এতে অভিনয় করেছেন আ খম হাসান, অপর্ণা ঘোষ, সাজু খাদেম, ফারুক আহমেদ, মনিরা মিঠু, সানজিদা ইসলা, টুটুল চৌধুরীসহ আরো অনেকে। এতে দেখা যাবে, গুগল ভিলেজ গ্রামের মানুষের জ্ঞানের পরিধি অন্য গ্রাম, পাড়া, মহল্লার চেয়ে বেশি বলে নামকরণ হয়েছে গুগল ভিলেজ। গুগল ভিলেজ নাম হলেও বাস্তবে এর তেমন কোন সত্যতা পাওয়া যায় না। বরং এই গ্রামের মানুষ কোনো ঘটনাকে তিল থেকে তাল করতে পছন্দ করে। যে ব্যক্তি নবম শ্রেনী পাশ তিনি নিজেকে মনে করে বিরাট শিক্ষিত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ