Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদে নাগরিক টিভির সাত দিনের আয়োজন

বিনোদন ডেস্ক: | প্রকাশের সময় : ২৭ মে, ২০১৯, ১২:০৬ এএম

ঈদ উৎসবে ৭দিনের বিশেষ অনুষ্ঠানমালা সাজিয়েছে নাগরিক টিভি। এর মধ্যে ১৫টি বাংলা সিনেমা, ১৪টি একক নাটক, ৪টি ধারাবাহিক ও ৭টি লাইভ কনসার্ট ‘গানের মেলা’। সম্প্রতি ঢাকা ক্লাবে এক সাংবাদ সম্মেলনে এই তথ্য জানান, নাগরিক টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান কামরুজ্জামান বাবু। তিনি জানান, লাইভ কনসার্ট ঈদের দিন থেকে শুরু করে প্রতিদিন রাত ১১টায় শুরু হবে। এতে প্রথম দিন থাকবে গানের দল ‘জলের গান’, দ্বিতীয় দিন আসিফ আকবর, তৃতীয় দিন ‘দলছুট’, চতুর্থ দিন মনির খান-রিজিয়া পারভীন, পঞ্চম দিন মাহতিম শাকিব ও ইমরান, ষষ্ঠদিন শাহনাজ বেলি এবং সপ্তম দিন লিজা। এছাড়া ১৫টি সিনেমার মধ্যে রয়েছে শাকিব খান অভিনীত ৯টি, মান্না অভিনীত ৪টি এবং সালমান শাহ অভিনীত ২টি। ঈদ ধারাবাহিকগুলোর মধ্যে মৃত্তিক মিরাজের রচনা এবং পরিচালনায় ‘স্ক্যাইম্যান’ প্রচার হবে প্রতিদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। এতে অভিনয় করেছেন সজল, ইশানা, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ। এরপর ৭টায় থাকছে আকাশ রঞ্জনের রচনা ও পরিচালনায় ‘ওভার স্মার্ট’। অভিনয় করেছেন মীর সাব্বির, সাজু খাদেম, মুনিরা মিঠু, অহনা, নাদিয়া, নাজিরা মৌসহ আরও অনেকে। রাত ৮টা ৪০ মিনিটে ধারাবাহিক ‘ডায়াবেটিস’ প্রচার হবে। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, ভাবনা, শামীমা নাজনীন, মাহমুদুল ইসলাম মিঠু, জামিল হোসেন, পাভেলসহ অনেকে। রচনা করেছেন আদিবাসী মিজান। রাত ১০টা ২০ মিনিটে থাকছে মারুফ মিঠুর পরিচালনায় ধারাবাহিক ‘নকল হইতে সাবধান’। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, সাদিয়া জাহান প্রভার, রিফাত জাহান, জামিল, শিরিন আলমসহ অনেকে। ঈদের দিন থেকে প্রতিদিন রাত ৭টা ৪০ মিনিট এবং রাত ৯টা ২০ মিনিট এই দুটি চাঙ্কে দুটি করে একক নাটক প্রচার হবে। এর মধ্যে ঈদের দিন রাত ৭টা ৪০ মিনিটে মোশাররফ করিম অভিনীত ‘ভালো ছেলে, গুড বয়’। ফজলুল সেলিম পরিচালিত ও মাসুম শাহরিয়ারের রচনায় এ নাটকে আরও রয়েছেন জুঁই করিম। রাত ৯টা ২০ মিনিটে ‘লাভ বক্স’। রচনা ও পরিচালনায় সাগর জাহান। অভিনয়ে তাহসান, মিথিলা।দ্বিতীয় দিন রাত ৭টা ৪০ মিনিটে নাটক ‘বেলি ফুলের বিয়ে’। সোহেল আরমানের রচনা এবং পরিচালনায় এতে অভিনয় করেছেন অপূর্ব, মেহজাবিন। রাত ৯টা ২০ মিনিটে রয়েছে নাটক ‘টাইম পাস’। পরিচালনা ইমরাউল রাফাত। অভিনয়ে তৌসিফ, সাফা কবির। তৃতীয় দিন রাত ৭টা ৪০ মিনিটে নাটক ‘নারী বিশেষজ্ঞ নজিবুল্লাহ’। রচনা মানস পাল। পরিচালনায় ফরিদুল হাসান। অভিনয়ে আখম হাসান, ভাবনা। রাত ৯টা ২০ মিনিটে নাটক ‘মনের মত বাগান’। পরিচালনায় মাহমুদুর রহমান হিমি। অভিনয়ে আফরান নিশো, মেহজাবিন। চতুর্থ দিন রাত ৭টা ৪০ মিনিটে নাটক-‘কবুল’। পরিচালনায় তপু খান। অভিনয়ে-তাহসান, সাফা। রাত ৯টা ২০ মিনিটে কিছুটা প্রেম বাকীটা ভালবাসা। রূপক বিন রউফের পরিচালনায় এতে অভিনয় করেছেন সজল ও মম। পঞ্চম দিন রাত ৭টা ৪০ মিনিটে ‘এই গল্পের শেষ নেই’। হাসিব খানের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন মুমতাহিনা, টয়া, আর জে ফারহান। রাত ৯টা ২০ মিনিটেএ স্লোমো সোলায়মান। রাহাত মাহমুদের পরিচালনায় এতে অভিনয় করেছেন তৌসিফ, শবনম ফারিয়া। ৬ষ্ঠদিন রাত ৭টা ৪০ মিনিটে নাটক ‘ঘ্রানুষ’। পরিচালনায় এহসান মজুমদার। অভিনয় করেছেন জোভান, সাফা কবির। রাত ৯টা ২০ মিনিটে ‘ফাপড়’। শহীদুন্নবীর পরিচালনায় অভিনয় করেছেন জোভান ও সাফা। ঈদের ৭দিন রাত ৭টা ৪০ মিনিটে থাকছে আফরান নিশো ও মেহজাবিন অভিনীত একটি নাটক। আর রাত ৯টা ২০ মিনিটে রয়েছে রাজিব রসুলের পরিচালনায় ‘ফিফটি ফিফটি’। অভিনয়ে তানজিন তিশা এবং ইরফান সাজ্জাদ। সংবাদ সম্মেলনে নাগরিক টিভির ব্যবস্থাপনা পরিচালক ও বিজেএমইএর প্রেসিডেন্ট ড. রুবানা হক শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, ‘টেলিভিশন এখন একটি ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে। তারপরও আমরা চেষ্টা করছি ভাল অনুষ্ঠান উপহার দিতে। সবার চেষ্টায় নিশ্চয়ই টেলিভশন ইন্ডাস্ট্রি ভালর দিকে এগিয়ে যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ