Inqilab Logo

বুধবার, ১২ জুন ২০২৪, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৫ যিলহজ ১৪৪৫ হিজরী

নোয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খুলে দেয়ার দাবিতে মানববন্ধন

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২৪ মে, ২০২১, ৭:২৩ পিএম

নোয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মে) দুপুরে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বিভিন্ন দেশে যেতে ইচ্ছুক ব্যাক্তিরা।

মানববন্ধনে বক্তারা জানান, গত ২ মাস যাবত কারিগরি প্রশিক্ষণকেন্দ্র বন্ধ থাকায় তারা দক্ষতা প্রশিক্ষণ সার্টিফিকেট নিতে পারছেন না। ফলে তারা ফ্লাইট ও করতে পারছেন না। অনেকের ভিসার মেয়াদ ১৫-২০ দিন থাকায় তা নিয়ে তারা দুশ্চিন্তার কথাও জানান।

দ্রুত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চালু করে দক্ষতা প্রশিক্ষণের ব্যবস্থা করার দাবি জানান তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নোয়াখালী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ