Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে দুর্যোগ মোকাবেলায় ৩৯০টি সাইক্লোন শেল্টার প্রস্তুত

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২৪ মে, ২০২১, ৬:৩৭ পিএম | আপডেট : ৬:৪১ পিএম, ২৪ মে, ২০২১

ঘূর্ণিঝড় ’ইয়াশ’ পরবর্তী করনীয় নিয়ে নোয়াখালীতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সোমবার দুপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান জানান, জরুরি অবস্থা মোকাবেলার জন্য উপকূলীয় এলাকার স্কুলগুলোর চাবি প্রশাসনের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডকে উপকূলীয় অঞ্চলের বেড়িবাঁধগুলো দেখভাল করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড় ’ইয়াশ’ থেকে নোয়াখালীর উপকূলীয় অঞ্চলের অধিবাসীদের ক্ষয়ক্ষতি থেকে রক্ষায় ৩৯০ সাইক্লোন শেল্টার প্রস্তুত রয়েছে। জরুরি প্রয়োজনে উপজেলা গুলোতে সর্বমোট ২ কোটি ৪৪ লাখ টাকা মজুদ রাখা হয়েছে। দুর্যোগের আগে ও পরে চিকিৎসাসেবা নিশ্চিত করতে মেডিকেল টিম গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনা থেকে রক্ষার জন্য জেলা-উপজেলা প্রশাসন, জেলা-থানা পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগের হটলাইন নম্বরগুলো ২৪ ঘণ্টা চালু থাকবে। নম্বরগুলো জনসাধারণের জন্য প্রচারের ব্যবস্থা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নোয়াখালী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ