বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বজ্রপাতে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার ভোররাতে ধান ক্ষেত থেকে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, বজ্রপাতে তাদের মৃত্যু হয়। উপজেলার বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত দুইজন হলেন, বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া গ্রামের মো. ইলিয়াছ (৪০) ও মো. আবুল কাশেম (৩৮)। বটতলী ইউনিয়নের ৯ নম্বর পশ্চিম বরৈয়া ওয়ার্ডের সদস্য মো. আব্দুর রহিম জানান, নিহত দুজন পেশায় নির্মাণ শ্রমিক। তারা রায়পুর ইউনিয়নের গহিরা গ্রামে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই ইউনিয়নের গোদারপাড়া সেতুর কাছে একটি দোকানে বসে তাদের চা খেতে দেখেন স্থানীয়রা। এরপর তারা বিস্তীর্ণ ধানক্ষেতের মাঝ দিয়ে তৈরি কাঁচা সড়ক ধরে হেঁটে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা ৭টার পর থেকে পরিবারের সদস্যরা তাদের মোবাইল বন্ধ পান। পরিবারের সদস্যরা মোবাইল বন্ধ পেয়ে খোঁজাখুজি শুরু করে। ভোররাতের দিকে ওই রাস্তায় গিয়ে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। একজনের লাশ রাস্তায়, আরেকজনের লাশ জমির সামান্য উপরে রাস্তার ধারে পড়ে ছিল। এরপর পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে লাশ উদ্ধার করে। বজ্রপাতে আবুল কাশেমের শরীরের একপাশ পুড়ে গেছে। পুরো শরীর কালো হয়ে গেছে। অপরজনের মুখও জ্বলে গেছে। তারা যখন বাড়ি ফিরছিল, তখন ঝড়বৃষ্টি ছিল।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, দুজন রাজমিস্ত্রি কাজ শেষে বাড়ি ফেরার পথে তুমুল বৃষ্টির মধ্যে পড়েছিল। বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে। আমরা লাশ উদ্ধার করেছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।