মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্ব জুড়ে করোনা সংক্রমণ নয়া স্ট্রেনের দাপটেই লাফিয়ে বাড়ছে। প্রতিটি দিন নতুন নতুন লক্ষণ দেখা যাচ্ছে। এবারের লক্ষণটি দেখেও গবেষক এবং চিকিৎসকরা চমকে উঠেছেন। নতুন করে গবেষেণা শুরু করতে হচ্ছে।
নতুন লক্ষণটি হচ্ছে যাদের বয়স ৮৫ বছরের বেশি তাদের মধ্যে অনেকেরই হাতে রক্ত ব্যথা দেখা দিচ্ছে। পরীক্ষা করার পর দেখা যাচ্ছে যে হাতে রক্ত জমে যাচ্ছে। এই রক্ত জমে যাওয়াই করোনাভাইরাসের নতুন সংক্রমণের লক্ষণ।
প্রথম এই সমস্যা দেখা দেয় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে। এই রক্তজমাটের সমস্যা কীভাবে করোনাভাইরাসকে আমন্ত্রন জানাচ্ছে তা নিয়ে শুরু হযেছে নতুন গবেষণা। পাশাপাশি জমাট বাঁধা রক্তকে ফের কীভাবে স্বাভাবিক করা যায় তা নিয়েও জোরদার গবেষণা চলছে। করোনার নতুন স্ট্রেন আগের চেয়েও শতগুণে বিধ্বংসী।
গবেষকরা বলছেন, এ ব্যাপারে কোনও সন্দেহ পোষণের জায়গাই নেই! তারা দেখেছেন যে, নতুন ধারার এই ভাইরাস আগের চেয়ে ৭০ শতাংশ বেশি শক্তিশালী। সেই অনুপাতেই সংক্রমণের দিক থেকে এটি অনেক বেশি বিধ্বংসী বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
গবেষকরা বলছেন, কোভিডের কারণে শরীরের নীচের দিকে অংশের রক্ত জমাট বাঁধার ঘটনা আগে দেখা গেছে। কিন্তু হাতের রক্ত জমাট বাঁধার ঘটনাটি একেবারে নতুন। সাধারণত ছোটো খাটো ব্যথার জন্য চিকিৎসকের কাছে যাওয়ার প্রবণতা খুব কম সংখ্যক মানুষের মধ্যেই আছে। বয়স হলে বিশেষ করে ৮৫ বছর পেরোনোর পর হাতে পায়ে ব্যথা হওয়া স্বাভাবিক লক্ষণ। ফলে অনেকেই বিষয়টিকে গুরুত্ব দেন না।
যাদের মধ্যে নিত্যদিনের অভ্যাস এবং ওষুধ দিয়েই ব্যথা কমানোর চেষ্টা করেন। কিন্তু অনেকেই আবার হাতে ব্যথাকে গুরুত্ব দিয়ে চিকিৎসকের কাছে যান। পরীক্ষায় দেখা যায় যে হাতের রক্ত মারাত্মকভাবে জমে গেছে। রোগীর শরীরের করোনাভাইরাসের জীবাণু রয়েছে। সবচেয়ে অবাক করার কথা হচ্ছে যে, হাতে ব্যথা ছাড়া শরীরে করোনার আর কোনও উপসর্গ নেই।
হাতে রক্তজমাট বাঁধা তুলনামূলক কম ভয়ানক শোনালেও এ নিয়ে গবেষকদের চিন্তার শেষ নেই। কারণ অন্ততপক্ষে ৩০ শতাংশ রোগীর ক্ষেত্রে হাতে রক্ত জমাট বাঁধার সংক্রমণ ছড়িয়ে পড়ছে ফুসফুস পর্যন্ত। বয়স্ক রোগীর হাতে রক্ত জমাটের সমস্যা দেখা দিলে তার ডিপ ব্রেন থম্বোসিস এবং করোনা পরীক্ষা করার পরামর্শ দিচ্ছেন গবেষকরা। বিশ্বকে রোগমুক্ত করার চেষ্টা চলছে প্রতিমুহূর্তে। সূত্র : মেডিকেল নিউজ টুডে, টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।