Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বর্ণবাদী আচরণ বরদাশত করবেন না মেরকেল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মে, ২০২১, ১২:০১ এএম

জার্মানির চ্যান্সেলর বলেন, ‘রাস্তাঘাটে ইহুদিদের প্রতি বিদ্বেষপ‚র্ণ মন্তব্য করলে বা বর্ণবাদের উসকানি দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এ ধরনের কর্মকাÐ যারা করবে, তাদের কঠোর শাস্তি দেয়া হবে।’ ফিলিস্তিনের সমর্থনে রোববার নির্ধারিত সমাবেশে কোনো ধরনের অ্যান্টি-সেমিটিক বা বর্ণবাদী আচরণ বরদাশত করা হবে না বলে হুঁশিয়ার করেছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। শনিবার তিনি এ হুঁশিয়ারি দেন বলে এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে। মেরকেল আরো বলেন, মতপ্রকাশের স্বাধীনতার অধিকার নিশ্চিত ও শান্তিপ‚র্ণ সমাবেশ করার বিষয় জার্মানির সংবিধানে উল্লেখ রয়েছে। তবে ভিন্ন মতাবলম্বীদের ওপর আক্রমণ বা তাদের বিশ্বাসের ওপর আঘাত, বর্ণবাদী দৃষ্টিভঙ্গি ধারণ বা অশ্রদ্ধার ঠাঁই সংবিধানে নেই। গত শনিবার জার্মানির রাজধানী বার্লিনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ মিছিল সহিংস রূপ নেয়। ওই সময় ৬০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে জার্মান পুলিশ। আহত হয় এক শর মতো পুলিশ কর্মকর্তা। এএফপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ