বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শেরপুরে ৬টি নকল সোনার বারসহ দুইজনকে গ্রেফতার করেছে। রবিবার রাত ২টায় প্রতাবিয়া গ্রামের আবেদ আলীর বসতবাড়ি হতে এ ৬টি নকল বার উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, শেরপুর পৌরসভার চাপাতলি মহল্লার মোঃ দুলাল মিয়ার ছেলে ভুলু মিয়া (৪২) ও তাতালপুর মনকান্দা এলাকার সাইদুর রহমানের ছেলে মোঃ ফারুক হোসেন (৪৮)।
পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সোনাবরকান্দা আবেদ আলীর বসতবাড়ি থেকে প্রতারনার উদ্দেশ্যে ওই ৬টি নকল সোনার বার মজুদ রাখা হয়েছিলো। এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর থানা পুলিশ গভীর রাতে অভিযান পরিচালনা করে সেখানে রাখা ওই নকল সোনার বারসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
এব্যাপারে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন নকল বারসহ দুই প্রতারকের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান। ধৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।