মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নীল চোখের কারণে দেড় বছর আগে পাকিস্তানের এক ২৩ বছর বয়সী চা বিক্রেতা আরশাদ খান ‘আরশাদ খান চা-ওয়ালা’ ভাইরাল হয়েছিল। তিনি তখন বেশ জনপ্রিয়তা অর্জন করেন। এবং বিভিন্ন ব্র্যান্ডের মডেলও হন। কিন্তু নিজের চা বিক্রয় ছেড়ে দেননি। সেই চা বিক্রেতা মাত্র দুই বছরের মধ্যেই নিজের কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। আরশাদ খান ইসলামাবাদ থেকে এবার লন্ডনে ক্যাফে খুলতে যাচ্ছেন।
চা-ওয়ালা আরশাদ খানের চা বিক্রেতার চোখের জাদুতে মুগ্ধ হয়ে গত দেড় বছর আগে নেটদুনিয়ায় ভাইরাস হয়ে যান। আলোচনায় আসে আরশাদ খানের চা বিক্রির কৌশল। সময় পেরিয়েছে সেই সাধারণ চা বিক্রেতা আরশাদ এখন ইসলামাবাদে ঝাঁ চকচকে রেস্তোরাঁর মালিক।
জানা গেছে, পাকিস্তানের ইসলামাবাদ ছাড়িয়ে তার চায়ের জাদু এবার লন্ডনে পৌঁছে দিতে চান। লন্ডনে ক্যাফে খুলতে চলেছেন আরশাদ খান চাওয়ালা। ২১ মে ‘আন্তর্জাতিক চা দিবস’-এ আরশাদ এমনটাই জানিয়েছেন।
পাকিস্তানী আরশাদ খানের ইসলামাবাদে থাকা ক্যাফের নাম ‘ক্যাফে চা-ওয়ালা’। আরশাদ বলেছেন, দোকানের নাম পরিবর্তনে অনেকে বলেছেন কিন্তু আমি ‘ক্যাফে চা-ওয়ালা’ নামটি পরিবর্তনের পক্ষে নেই। ইসলামাবাদের তার কাফেতে ১৫-১২টি ডিশ রোজ তৈরি হয়।’
প্রসঙ্গত, আরশাদ খানের ‘চা-ওয়ালা’ পরিচয়ের পাশাপাশি তার আরেকটি পরিচয় রয়েছে। তিনি পাকিস্তানের একাধিক নামি ব্রান্ডের মডেল হিসেবেও কাজ করেন। কিন্তু নিজেকে ‘চা-ওয়ালা’ নামে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। সূত্র : আনন্দবাজার পত্রিকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।