Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

মামলা দিয়ে হয়রানির অভিযোগ

প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা

ঝালকাঠির রাজাপুরের কেওতা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে শুক্তাগড় ইউনিয়ন আ.লীগ কর্মী সিদ্দিকুর রহমান সিকদারের (৫০) নামে মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার দুপুরে রাজাপুর সাংবাদিক ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, গত ৩১ আগষ্ট সকালে অটোরিক্সাযোগে রাজাপুরে আসার পথিমধ্যে সাংগর ব্রীজ এলাকায় এলে প্রতিপক্ষ আঃ কুদ্দুস হাওলাদারের ছেলে টেম্পো চালক মাসুদুর রহমান টেম্পো দিয়ে পেছন থেকে অটোরিক্সাটিকে ধাক্কা দিলে আমি ছিটকে পড়ি এবং পরবর্তীতে দুপুরে নাসিরের মোড় এলাকায় বসে এ ঘটনার কারণ জানতে চাইলে টেম্পো চালক মাসুদুর রহমানের সাথে বাকবিত-া হয়। কিন্তু পরবর্তীতে স্থানীয় বিরোধ ও রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে কুদ্দুস বাদী হয়ে ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মিথ্যা চাঁদাবাজি মামালা দায়ের করে ও হত্যার হুমকি-ভয়ভীতি এবং বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ