Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একাধিক মামলা দিয়ে হয়রানির অভিযোগ

প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা

ঝালকাঠির রাজাপুরের চর কেওতা গ্রামের মৃত আঃ আজিজ শরীফের ছেলে উত্তমপুর আব্দুল মালেক বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল শুকুর ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে জমি সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষরা একাধিক মামলা দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সকালে রাজাপুর সাংবাদিক ক্লাবে স্কুল শিক্ষক আব্দুর শুক্কুর সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, স্থানীয় মৌজে আলির কেওতার বাড়ি থেকে বিতাড়িত হয়ে আমার পিতা আজিজ শরীফের কাছে আশ্রয় চাইলে তাকে আশ্রয় দেয়। পরে আমাদের জমির লপ্তচর ডিসিআর’র ম্যধ্যমে বন্দোবস্ত নেয়। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, কিন্তু তার নামে সম্পত্তি আসার পর সে আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম মামলা দায়ের করে এক পর্যায় স্থানীয় সালিশির মাধ্যমে তাকে ৫০ শতাংশ জমি মেপে দেয়া হয়। পরে তার নাবালক ছেলে আঃ হালিমের অবৈধ স্ত্রী দেখাইয়া ভূমিহীন জায়গা বন্দোবস্ত নেয়। তহমিনা ও হালিমের দলিল থাকা সত্ত্বেও ঘুষ প্রদান করে তার নামে বিএস রেকর্ড নেয়। তার বিরুদ্ধে ল্যান্ড ট্রাইব্যুনাল করি। এমতাবস্থায় প্রতিপক্ষ আব্দুল হলিম কোন সালিশ না মেনে আমাদের বিরুদ্ধে আদালত ও থানায় মামলা দিয়ে হয়রানি করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: একাধিক মামলা দিয়ে হয়রানির অভিযোগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ