রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে
কুমিল্লা সদর দক্ষিণ উজেলার মধ্যম আশ্রাফপুর এলাকার প্রায় চার শতাধিক পরিবার শাহ ইমরান মজুমদার নামের এক মামলাবাজ ও চাঁদাবাজের কাছে জিম্মি হয়ে পড়েছে। চাঁদা নেয়ার পাশাপাশি একের পর এক মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে সাধারণ লোকজনকে। তার বিরুদ্ধে সামাজিক ও আইনি পদক্ষেপ নিয়েও কোন প্রতিকার পাচ্ছে না মধ্যম আশ্রাফপুরবাসী। কুমিল্লা সদর দক্ষিণের মধ্যম আশ্রাফপুরের চার শতাধিক পরিবারের অভিভাবক স্বাক্ষরিত অভিযোগে উল্লেখ করা হয়, পার্শ্ববর্তী লালমাই এলাকা থেকে আসা মৃত আবদুল সোবহানের ছেলে শাহ ইমরান নানা রকম ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে এলাকার লোকজনের কাছ থেকে বিভিন্ন কায়দায় চাঁদা আদায় করে আসছে। কেউ চাঁদা দিতে অস্বীকিৃতি জানালে তাদের মিথ্যা মামলায় জড়িয়ে দেয়। আবার মামলা থেকে বাদ দেয়ার নাম করে মোটা অংকের টাকাও নিয়ে থাকে। ইমরানের এসব অপকর্মের হাত থেকে প্রতিকার পেতে এলাকাবাসী সিটি মেয়র ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলের শরণাপন্ন হয়েছিলেন। এলাকায় তাকে উপস্থিত রেখে সামাজিক সালিশও বসেছে। কিন্তু কোন কিছুই সে তোয়াক্কা করে না। বরং তার বিরুদ্ধে সামাজিক সালিশ বসানোর কারণে সে আরও ক্ষিপ্ত হয়ে উঠে। তার বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষে সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরী করেও প্রতিকার পাচ্ছে না ভুক্তভোগিরা। এলাকার লোকজন জানায়, চাঁদাবাজির পাশাপাশি ইমরান এলাকায় একজন চিহ্নিত মামলাবাজ হিসেবেও পরিচিত। একসময় সে পুলিশের সোর্স হিসেবে কাজ করতো। কোন কারণে তাকে চাঁদা না দেয়া হলে সে লোকজনকে গাড়ী চুরি, মারামারিসহ বিভিন্ন বানোয়াট ঘটনায় জড়িয়ে মামলা দিয়ে থাকে। এ পর্যন্ত শাহ ইমরান ওই ধরনের ঘটনায় অন্তত ৩০/৩৫ জনকে ৭টি মামলায় আসামী করেছে। তার পৈতৃক নিবাস লালমাইয়ে লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা করার কারণে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে তাকে ভিটা ছাড়া করে। পরবর্তীতে মধ্যম আশ্রাফপুর এলাকায় এসে ইমরান চাঁদাবাজি ও লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরে বেপরোয়া হয়ে ওঠে। এলাকাবাসী তাদের নিরাপদ জীবনযাত্রা নিশ্চিত ও ইমরানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।