Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক ট্রাইবুনালে বিচারের দাবি

ফিলিস্তিনে হত্যাযজ্ঞ

রাবি সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৩ মে, ২০২১, ১২:০১ এএম

ফিলিস্তিনে মানবতা বিধ্বংসী হত্যাযজ্ঞের বিচার আন্তর্জাতিক আদালতের বিশেষ ট্রাইবুনালে করার দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষকরা। গতকাল শনিবার সকালে ফিলিস্তিনি নাগরিকদের উপর দখলদার ইসরায়েলের বর্বোরচিত বোমা হামলা ও গণহত্যার প্রতিবাদে আয়োজিত রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মানববন্ধনে শিক্ষকরা বলেন, বিশ্ব মোড়লদের দেওয়া মরণাস্ত্রে ফিলিস্তিনিদের উপর হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। মানবন্ধনে বক্তব্য দিতে গিয়ে আরবী বিভাগের অধ্যাপক ইফতিখারুল ইসলাম মাসউদ বলেন, বাংলাদেশের পাসপোর্টে এক্সসেপ্ট ইসরায়েল শব্দটি উঠিয়ে ফেলার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, মানবতা বিধ্বংসীদের পক্ষে নয়, বাংলাদেশ রাষ্ট্রের শুরু থেকে মানবতার পক্ষে যে অবস্থান ছিলো সেটি ধরে রাখতে সরকারের কাছে আহবান জানান বক্তারা। এছাড়া জায়নবাদের নিন্দা জানিয়ে ইসরায়েলকে সকল প্রকার সহায়তা প্রদান বন্ধ রাখার আহবান জানিয়ে বক্তারা বলেন, জাতিসঙ্ঘের বয়স যতদিন ফিলিস্তিনিদের ভূমিতে অবৈধ ইসরায়েলের বয়স ততদিন।
জাতিসংঘ বিশ্ব শান্তি প্রতিষ্ঠার বুলি আওড়ালেও তারা নিন্দা প্রস্তাবেই সীমাবদ্ধ রেখেছে। এখানে আমেরিকা রাষ্ট্রের অস্ত্র বিক্রির বিষয়টি জড়িত। তাই আমেরিকাসহ বিশ্বমোড়লরা এই মানবতাবিরোধী অপরাধ বন্ধ হোক সেটি চাচ্ছে না।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইংরেজী বিভাগের অধ্যাপক সাখাওয়াত হোসেন, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক রেজাউল করিম, ভূতত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার তাপু প্রমুখ।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. আশরাফুল ইসলাম খানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ড. সাইয়েদুজ্জামান মিলন। এসময় বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ