Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন অনুষ্ঠান উপস্থাপনায় আনজাম মাসুদ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৩ মে, ২০২১, ১২:০১ এএম

উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদ বিটিভিতে ‘পরিবর্তন’ নামের একটি ম্যাগাজিন অনুষ্ঠান সর্বশেষ উপস্থাপনা করেছেন। এরপর নতুন কোনো অনুষ্ঠান উপস্থাপনা করেননি। এর কারণ, নতুন পরিকল্পনা নিয়ে উপস্থাপনা শুরুর প্রাক্কালে করোনা শুরু হয়। ফলে তার নতুন উদ্যোগ বাস্তবায়নে বিলম্ব হয়। তবে বিরতি ভেঙে নতুন করে উপস্থাপনায় ফিরেছেন আনজাম মাসুদ। অনুষ্ঠানের নাম ‘আমি কথা বলতে চাই’। এটি মূলত একটি প্রতিযোগিতামূলক টক শো। অনুষ্ঠানে ১৫ জন উপস্থাপকের পাশাপাশি চারটি নাটিকায় ৯ জন অভিনয়শিল্পীও অংশগ্রহণ করেছেন। উপস্থাপনার পাশাপাশি অনুষ্ঠানটি পরিকল্পনা, গ্রন্থনা এবং নির্দেশনায় আছেন আনজাম মাসুদ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দীর্ঘদিন পর পর্দায় ফিরলাম। ভাবনায় ছিল ভিন্ন আঙ্গিকে কিছু নিয়ে ফিরব। আমি কথা বলতে চাই অনুষ্ঠানটি সত্যিকার অর্থেই ভিন্নধর্মী। অনুষ্ঠানটি নিয়মিত করার ইচ্ছা আছে। সে লক্ষ্যেই কাজ করছি এখন। আশা করছি, দর্শকরা অনুষ্ঠানটি উপভোগ করবেন।’ এটি এটিএন বাংলায় প্রচার হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ