Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদে বিটিভিতে আনজাম মাসুদের ম্যাগাজিন পরিবর্তন

প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ঈদের দ্বিতীয় দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তনের বিশেষ পর্ব। ১৯টি পরিবেশনা থাকছে এবারের পর্বে। যেখানে থাকছে নাচ, গান, দর্শক প্রতিযোগিতা পর্ব ও নাট্যাংশ। গান থাকছে মোট ৪টি। একটি গান গেয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী আরফীন রুমী ও লুইপা। গানটির কথা লিখেছেন ইকবাল খন্দকার। জনপ্রিয় লোক সংগীত ‘তুমি জানোরে প্রিয় তুমি মোর জীবনের সাধনা’ গানটির নতুন সংগীতায়ন করেছেন শওকত আলী ইমন। এই গানের মধ্যদিয়ে এই প্রথম কোন টিভি অনুষ্ঠানে এক সাথে সংগীত পরিবেশন করছেন আঁখি আলমগীর ও শওকত আলী ইমন। তাদের সাথে আসাদ খানের পরিচালনায় একদল নৃত্যশিল্পীর পার্ফরমেন্স করেছেন। তারুণ্য ও সম্ভাবনার কথা নিয়ে রচিত একটি গান গেয়েছেন এই প্রজন্মের চার শিল্পী নাজু আখন্দ, ঝিলিক, ঐশী ও বেলী আফরোজ। গানটি লিখেছেন ইকবাল খন্দকার সুরও সংগীত পরিচালনা করেছেন সুজন আরিফ। সংগীত শিল্পী কণা তার তিনটি জনপ্রিয় গানের অংশবিশেষ পরিবেশন করবেন। তার সাথে পার্ফরমেন্স করেছেন একদল নৃত্যশিল্পী। নৃত্য পরিচালনা করেছেন ফারুক ফ্লাই। এই প্রথম নৃত্য নিয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী সারিকা। তার সাথে থাকছেন নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগসহ একঝাঁক নৃত্যশিল্পী। তিনটি জনপ্রিয় গানের অংশবিশেষের সাথে নৃত্য পরিবেশন করবেন অভিনেত্রী নৃত্যশিল্পী নাদিয়া ও তারসহ শিল্পীবৃন্দ। এছাড়া রয়েছে দর্শক পর্ব এবং কোরবানির বিরাট হাট, কোরবানির গোস্ত, বিদেশি সংস্কৃতি চর্চা, আদম পাচার, উপরি, টিভি রিমোট ইত্যাদি বিষয়সহ সমাজের নানা অসংগতি ত্রæটি-বিচ্যুতি নিয়ে রচিত বিভিন্ন নাটাংশ। পরির্তনের পরিকল্পনা, গ্রন্থনা, উপস্থাপনা ও নির্দেশনায় আনজাম মাসুদ। প্রযোজনা মো. সরওয়ার মিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদে বিটিভিতে আনজাম মাসুদের ম্যাগাজিন পরিবর্তন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ