Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আনজাম মাসুদের উপস্থাপনায় বিটিভিতে ঈদের বিশেষ ম্যাগাজিন পরিবর্তন

প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বাংলাদেশ টেলিভিশনে ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় থাকছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’। বিনোদনমূলক ১৭টি পরিবেশনা নিয়ে সাজানো হয়েছে ঈদের বিশেষ ‘পরিবর্তন’। জনপ্রিয় ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চু’র শ্রোতাপ্রিয় ‘মেয়ে’ গানটি পরিবর্তনের জন্য পরিবর্তন করে গেয়েছেন তিনি। গায়কী ও কম্পোজিশনে পরিবর্তন আনা হয়েছে গানটিতে। নিয়াজ আহমেদ অংশু’র লেখা গানটির রিমেক ভার্সন দর্শকদের আনন্দ দেবে। ঈদ মোবারক শিরোনামে আর একটি গান গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আরেফিন রুমী। ‘এগিয়ে যাচ্ছে দেশ তুমিও চল-বিজয়ের পতাকা আবারও তোল’ সোমেশ^র আলীর লেখায় ও কণ্ঠশিল্পী সুজন আরিফের সুরে আর একটি গান গেয়েছেন এ প্রজন্মের শিল্পী মেহেরাব, লুইপা, বৃষ্টি, আমিদ ও স¤্রাট। থাকছে শিল্পী নাজু আকন্দ-এর গাওয়া দিল্লী টু ঢাকা শিরোনামের গান। যেটি লিখেছেন শাহান কবন্দ, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ডিজে রাহাত। ইভান শাহরিয়ার সোহাগ-এর পরিচালনায় দুই দশকের জনপ্রিয় দু’টি গানের অংশ বিশেষ এর সাথে নৃত্য পরিবেশন করেছেন জনপ্রিয় নৃত্যশিল্পী সোহাগ, মডেল অভিনেত্রী তানজিন তিশা ও সহশিল্পীবৃন্দ। মিলনায়তনে উপস্থিত দর্শকদের থেকে নির্বাচিত ৩ জন দর্শক নেতার ভূমিকায় অভিনয় করে সমসাময়িক বিষয়ের উপর ভাষণ দিয়েছেন। এ পর্বে বিচারক হিসেবে ছিলেন জনপ্রিয় অভিনয় শিল্পী সিদ্দিকুর রহমান ও দীপা খন্দকার। সমাজের নানা অসংগতি ত্রæটি বিচ্যুতি নিয়ে রচিত সচেতনতামূলক ১১টি নাট্যাংশে অভিনয় করেছেন মঞ্চ চলচ্চিত্র ও টেলিভিশনের জনপ্রিয় অভিনয় শিল্পী দিলু খান, আফরোজা হাসান, টুটুল চৌধুরী, মিঠু, তমাল মাহবুব, হায়দার আলী, আজাদ, ফারুক মল্লিক, সৈয়দ আল মামুন, আশরাফ কবির, জাহাঙ্গীর, নয়ন, শামীম ভিস্তি, হৃদয়, বিনয় ভদ্র, শাহীন খান, শরীফ সরওয়ার, নার্গিস আক্তার, শ্যামলী, শিউলি শিলা, সুজাত শিমুল, পাঁপড়ি ও ঝর্ণা প্রমুখ। পরিবর্তন’ প্রচার হবে ঈদের তৃতীয় দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর। আনজাম মাসুদের পরিকল্পনা গ্রন্থনা উপস্থাপনা ও নির্দেশনা পরিবর্তন প্রযোজনা করেছেন মো. সরওয়ার মিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আনজাম মাসুদের উপস্থাপনায় বিটিভিতে ঈদের বিশেষ ম্যাগাজিন পরিবর্তন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ