Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাদের মির্জার নেতৃত্বে রাজনীতি করব না: বাদল

উপজেলা আ.লীগের মূলধারার নেতৃবৃন্দ কোরআন শপথ করেছি

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২২ মে, ২০২১, ৮:১৬ পিএম

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, কাদের মির্জার তিন ভাগিনা, উনার বোনেরা, উপজেলা আ’লীগের মূলধারার নেতৃবৃন্দ আমরা সবাই আপনাদের কাছে কমিটমেন্ট করেছি যতদিন বাঁচব ততদিন আ’লীগ করব। কিন্তু আবদুল কাদের মির্জার নেতৃত্বে কোন আ’লীগ করবোনা, এটা আমরা কোরআন শপথ করেছি।

শনিবার সন্ধ্যায় সিরাজপুর ইউনিয়ন আ’লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বর্ধিত সভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

বাদল বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করি, শেখ হাসিনার আদর্শে রাজনীতি করি, আমরা ওবায়দুল কাদেরের নেতৃত্বে আমরা রাজনীতি করি। কোন অপরাজনীতি আমরা প্রশ্রয় দেব না। কাদের মির্জা দীর্ঘ দিন যাবত আ’লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগের নেতাকর্মীদের সাথে গোলামের মত আচরণ করেছ, চাকর বাকরের মত আচরণ করেছে। আমরা এই গোলামির শৃঙ্খল থেকে মুক্তি চাই। কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনকে গোলামির হাত থেকে মুক্ত করার জন্য আমরা মাঠে নেমেছি।

সিরাজপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক হুমায়ন কবিরের সঞ্চালনায় ও উপজেলা আ’লীগের সদস্য কবির হোসেনর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান,স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সদস্য ও আ’লীগ নেতা ফখরুল ইসলাম রাহাত, সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি হাসীব আহসান আলাল প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নোয়াখালী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ