Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ

ইসরায়েলী আগ্রাসনের প্রতিবাদে ও রোজিনার হেনস্তাকারীদের শাস্তির দাবি

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২২ মে, ২০২১, ৭:১০ পিএম

ফিলিস্তিনে ইসরায়েলী আগ্রাসনের প্রতিবাদে ও সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি এবং হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। আজ শনিবার (২২ মে) বিকাল ৪ টায় নগরীর সিটি কর্পোরেশন এর সামনে এক বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল করে সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার সমন্বয়ক বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা শাখার আহবায়ক কমরেড উজ্জ্বল রায়ের সভাপতিত্বে ও বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার সদস্য বাসদ নেতা প্রণব জ্যোতি পালের পরিচালনায় বক্তব্য রাখেন, বাসদ জেলা সমন্বয়ক কমরেড আবু জাফর, সি পি বি জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) জেলা সভাপতি সিরাজ আহমেদ, বাসদ (মার্কসবাদী) নেতা রেজাউর রহমান রানা প্রমুখ।

সমাবেশে উপস্থিত ছিলেন, সিপিবি জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাছান ও ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) জেলার সাধারণ সম্পাদক হরিধন দাস। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ১১ দিন ধরে গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বোমা ও ক্ষেপণাস্ত্র হামলায় নারী শিশুসহ নিহত হয়েছেন প্রায় ২৪৩ জন ফিলিস্তিনি। ইসরায়েলী বিমান থেকে একের পর এক বোমাবর্ষণে ধ্বংস হয়ে গেছে বহু আবাসিক ভবন। ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছেন ১০হাজার ফিলিস্তিনি। গাজা ভূখণ্ডে ইসরায়েলী হামলা নিয়ে যখন বিশ্বের শান্তিকামী মানুষ উদ্বিগ্ন, তখন ইসরায়েলী প্রধানমন্ত্রী নেতানিয়াহু সদম্ভে ঘোষণা দিয়েছেন, 'যতদিন প্রয়োজন হামলা চলবে। সম্প্রতি আস্থা ভোটে জয়ী হলেও ইসরায়েলের আভ্যন্তরীণ রাজনীতিতে নানা প্রশ্নে অভিযুক্ত নেতানিয়াহু।

নিজের রাজনৈতিক অবস্থান সংহত করতে ফিলিস্তিনের ওপর অন্যায় যুদ্ধ চাপিয়ে দিয়েছেন বলে ধারণা প্রকাশ পাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন 'ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে, এমন মন্তব্য যেমন পক্ষপাতদুষ্ট, তেমনি তা কার্যত গাজায় নিরীহ মানুষ হত্যাকে বৈধতা দেয়ার সামিল। আত্মরক্ষার অজুহাত তুলে ইসরায়েল একের পর এক ফিলিস্তিন ভূখণ্ডে দখল করবে, বোমা মেরে, ক্ষেপণাস্ত্র ছুড়ে তাদের হত্যা করবে,এটি হতে পারে না। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিক ভাবে ফিলিস্তিনি ভূখণ্ডে দখল করে চলেছে। এ ক্ষেত্রে তারা আন্তর্জাতিক আইনকানুন রীতিনীতি সব উপেক্ষা করে আসছে। সেই সঙ্গে নিপীড়ন চালাচ্ছে ইসরায়েলের ভেতরে বসবাসরত ফিলিস্তিনিদের ওপরও। গতকাল শুক্রবার হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরোধী চুক্তি হলেও রাত পোহানোর আগেই নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। ফলে এই চুক্তি কতটা কার্যকর হবে এটা প্রশ্ন সাপেক্ষ।

নেতৃবৃন্দ, বাংলাদেশ সরকারের প্রতিও আহবান জানান বিশ্বশান্তির পক্ষে এবং ইসরায়েল এর এই বর্বর আগ্রাসনের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নেয়ার জন্য। নেতৃবৃন্দ সাংবাদিক রোজিনা ইসলামের গ্রেফতার প্রসঙ্গে বলেন, রোজিনা ইসলামকে মিথ্যা মামলায় গ্রেফতার প্রমাণ করে বর্তমান সরকার দুর্নীতিবাজদের রক্ষাকর্তা। রোজিনার গ্রেফতারের ঘটনা স্বাধীন সাংবাদিকতা, মানবাধিকার ও নাগরিক মর্যাদাকে ভূলুণ্ঠিত করেছে এবং নাগরিকের সাংবিধানিক অধিকার খর্ব করেছে। এ ঘটনা আরও প্রমাণ করেছে সরকার সত্য গোপন করতে চায়। শুধু তা-ই নয়,সরকার জনগণকে স্বাস্থ্যসেবা প্রদানের চেয়ে দুর্নীতি লুকাতে তৎপর বেশি। তথ্য অধিকার আইনে তথ্য জানার অধিকার জনগণের আছে। জনগণকে তথ্য না জানানো চুরি, দুর্নীতি জবাবদিহিহীনতাকেই উৎসাহিত করে। দেশ ও জনগণের স্বার্থে দুর্নীতি অনিয়মের তথ্য বের করে আনা কোনমতেই চুরি নয়।এটা সাংবাদিকতার দায়িত্বের মধ্যেই পড়ে। রোজিনা ইসলাম কে সচিবালয়ে সাড়ে ৫ ঘন্টা আটকে রেখে মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়, যা সভ্য দেশে অকল্পনীয়। ১৯২৩ সালের বৃটিশ ঔপনিবেশিক আমলের অফিশিয়াল সিক্রেসি অ্যাক্টটি স্বাধীন দেশে ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারায় যুক্ত করা হয়েছে। সেই কুখ্যাত আইনে রোজিনাকে গ্রেফতার দেখানো হয়েছে। নেতৃবৃন্দ রোজিনার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে শর্তহীন মুক্তি দাবি জানান এবং রোজিনাকে হেনস্থাকারী আমলা, পুলিশের শাস্তি, স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের অপসারণের দাবি জানান। বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শেষ হয় মিছিলটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ