বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অবৈধ পথে ইতালি যাবার সময় লিবিয়ার তিউনিসিয়ার ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় ৩৩ বাংলাদেশী উদ্ধার হয়। ওই ঘটনায় ৫০ অভিবাসী নিখোঁজ রয়েছে। এদের মধ্যে কোন কোন দেশের অভিবাসী রয়েছে তা জানা যায়নি। তিউনিসিয়ার সেনাবাহিনী যে ৩৩ বাংলাদেশীকে জীবিত উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে মাদারীপুর সদর উপজেলার ২৩জন। এরমধ্যে পেয়ারপুর একই গ্রামের ১৪জন। নৌকাডুবিতে ওই গ্রামের সেন্টু মন্ডল এখনো নিখোঁজ রয়েছে বলে পরিবারের দাবী। একই গ্রামের ১৪ জন প্রাণে বেঁচে গেলেও তাদের ফিরে পাওয়ার শঙ্কায় পরিবারের মাঝে বিরাজ করছে অনিশ্চয়তা।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং ভূক্তভোগীদের পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার (১৬মে) ৯০জন অভিবাসন প্রত্যাশী লিবিয়ার জাওয়ারা উপকূল থেকে একটি নৌকায় অবৈধভাবে ভূমধ্যসাগর দিয়ে ইউরোপের ইতালি যাচ্ছিল। ইউরোপে প্রবেশের সময় উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকুলে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকাডুবি পর তিউনিসিয়ার সেনাবাহিনী উদ্ধার তৎপরতা চালিয়ে ৩৩ অভিবাসন প্রত্যাশীকে জীবিত উদ্ধার করে। তাদেরকে তিউনিসিয়ায় রয়েছে বলে উদ্ধারকৃত কয়েকজন পরিবারের কাছে মোবাইলে জানিয়েছে। নৌকাডুবির ঘটনায় ৫০জন নিখোঁজ হয়। জীবিত উদ্ধার ৩৩জনই বাংলাদেশি। এর মধ্যে ২৩জনের বাড়ি মাদারীপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামে। এর মধ্যে পেয়ারপুর একই গ্রামের ১৪জন। নৌকাডুবিতে একই গ্রামের সেন্টু মন্ডল এখনো নিখোঁজ রয়েছেন। মাদারীপুরের ২৩ জন প্রাণে বেঁচে গেলেও তাদের ফিরে পাওয়ার শঙ্কায় পরিবারের মাঝে বিরাজ করছে অনিশ্চয়তা আর হতাশা।
স্থানীয়রা জানায়, নয়াচর গ্রামের মানব পাচারকারী চক্র ইতালি নেয়ার কথা বলে প্রত্যেকের পরিবারের কাছ থেকে সাড়ে ৭ লাখ টাকা করে নেয়। জমিজমা বিক্রি কিংবা ব্যাংক ঋণ এনে তারা দালালের হাতে টাকা তুলে দেয়। তবুও সন্তানরা ইতালি পৌঁছাতে পারেনি। অনেকে লিবিয়ার বন্দী শিবিরে নির্যাতনের শিকার হচ্ছে। নির্যাতনের ভিডিও পাঠিয়ে তাদের পরিবারের কাছে মোটা অংকের টাকা দাবী করছে দালালচক্র। অবৈধ পথে বিদেশযাত্রার প্রবণতা বাংলাদেশের মধ্যে মাদারীপুর জেলায় বেশি। এই সুযোগকে কাজে লাগিয়ে গড়ে উঠেছে শক্তিশালী একাধিক দালালচক্র। বিভিন্ন সময় একাধিক মামলা হলেও অদৃশ্য হাতের ইশারায় দালালচক্র বার বার রয়ে যায় ধরা ছোঁয়ার বাইরে। কেউ কেউ ধরা পড়লেও পরবর্তীতে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয় তাও জানা যায় না।
নিখোঁজ সেন্টু মন্ডলের স্ত্রী সাথী আক্তার গতকাল (শনিবার) বিকেলে বলেন, এখন পর্যন্ত আমার স্বামীর খোঁজ পাইনি। তিনি বেঁচে আছেন কি না তাও জানি না। আমি এখন ৩ অবুঝ সন্তান নিয়ে কোথায় দাঁড়াবো।’
মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, জেলায় যে সব দালাল চক্র রয়েছে তাদের একটি তালিকা তৈরি করে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।