Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিনাঞ্চলে করোনা সংক্রমনের সাথে ডায়রিয়ায় ৪৮ ঘন্টায় দুজনের মৃত্যু আক্রান্ত প্রায় ৮শ

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২২ মে, ২০২১, ৫:৪৩ পিএম

দক্ষিনাঞ্চলে করোনা সংক্রমনের সাথে ডায়রিয়ার প্রাদুর্ভাব জনজীবনে কোন স্বস্তি দিচ্ছে না। গত প্রায় ১৪ মাস ধরে করোনার অব্যাহত সংক্রমনে আক্রান্ত আর মৃত্যুর মিছিল ক্রমাগত ভারি হবার মধ্যেই গত ৪ মাসে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা পরিস্থিতিকে আরো নাজুক করে তুলেছে। ইতোমধ্যে করোনা সংক্রমনে ২৭৬ জনের মৃত্যু আর ১৫ হাজার ২৭৫ জন আক্রান্তের মধ্যেই গত ৪ মাস ধরে অব্যাহত ডায়রিয়ার প্রাদুর্ভাবে ইতোমধ্যে ২২ জনের মৃত্যু হয়েছে। আর গত ৪ মাসেই দক্ষিণাঞ্চলে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা সরকারী হিসেবে ৫৬ হাজার অতিক্রম করেছে।

করোনার সাথে ডায়রিয়া শণিবার দুপুরের পূর্ববর্তি ৪৮ ঘন্টায় ভোলা আর পিরোজপুরে দুজনের প্রাণ কেড়ে নিয়েছে। এসময়ে ডায়রিয়ায় প্রায় সাড়ে ৭শ এবং করোনায় ৪৭ জন আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।
এসময়ে পিরোজপুরের নাজিরপুরের শ্রীরামকাঠীতে নিহারী নামে ৭০ বছরে এক নারীর মৃত্যু হয়েছে ডায়রিয়ায়। পিরোজপুরে ডায়রিয়ায় এই প্রথম কারো মৃত্যু হল। গত ৪৮ ঘন্টায় নতুন প্রায় দেড়শ সহ জেলটিতে আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৭ হাজারে পৌছল।
তবে গত ৪৮ ঘন্টায় দক্ষিনাঞ্চলে সবচেয়ে বেশী ডায়রিয়া আক্রান্তের তালিকায় ছিল ভোলা। এ দ্বীপজেলাটিতে গত ৪৮ ঘন্টায় ২১৪ জন সহ এপর্যন্ত মোট ডায়রিয়া আক্রান্তের সংখ্যা প্রায় ১৫ হাজারে পৌছলেও এ পর্যন্ত মৃত্যু হয়েছে দুজনার। পটুয়াখালীতেও গত ৪৮ ঘন্টায় নতুনকরে ১৩১ জন সহ এপর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা সাড়ে ১১ হাজারেরও বেশী। বরগুনাতেও গত ৪৮ ঘন্টায় আরো ৮০ জন সহ এ পর্যন্ত ডায়রিয়া আক্রান্তের সংখ্যাটা সরকারী হিসেবেই প্রায় ৮ হাজার ৭শ। জেলাটিতে ইতোমধ্যে ডায়রিয়ায় মৃত্যু হয়েছে ৫ জনের।
বরিশাল বিভাগীয় সদরে গত ৪৮ ঘন্টায় আরো ১০৬ জন সহ জেলাটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৭ হাজার। মহানগরী সহ এ জেলায় ইতোমধ্যে মৃত্যু হয়েছে ৬ জনের। বারিশাল মহানগরীর জেনারেল হাসপাতাল ও শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এখনো প্রতিদিন ডায়রিয়া রোগী উপচে পড়ছে। জেনারেল হাসপাতালে ৪ শয্যার ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসাধীন থাকছে প্রতিদিন ২৫-৩০ জন।
বরিশাল মহানগরীর পাশের ঝালকাঠী জেলাতেও গত ৪৮ ঘন্টায় ডায়রিয়া আক্রান্তের সংখ্যা অর্ধশতের ওপরে। ছোট এ জেলাটিতে ইতোমধ্যে আক্রান্তের সংখ্যা ৬ হাজারের ওপরে।
এদিকে করোনা সংক্রমনে গত ৪৮ ঘন্টায় দক্ষিনাঞ্চলে ৪৭ জন আক্রান্ত হলেও বরিশাল শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভোলার বাপ্তার ৩৭ বছর বয়স্কা এক নারীর মৃত্যু হয়েছে। এনিয়ে ভোলাতে ২৬ জনের মৃত্যু হল কোভিড-১৯’এ। আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১ হাজার ৮৮১।
আর গত ৪৮ ঘন্টায় বরিশাল বিভাগীয় সদরে করেনা আক্রান্তের সংখ্যা ছিল ১৭। যারমধ্যে মহানগরীতেই আক্রান্তের সংখ্যা ছিল ১৩। বরিশালে ইতোমধ্যে প্রায় ৭ হাজার করেনা আক্রান্তের মধ্যে ১১৮ জনের মৃত্যু হয়েছে। পটুয়াখালীতে গত ৪৮ ঘন্টায় ৭ জন করোনা আক্রান্ত হলেও ইতোমধ্যে জেলাটিতে ২ হাজার ২০৫ জন আক্রান্তের মধ্যে ৫০ জনের মৃত্যু হয়েছে।
পিরোজপুরে গত ৪৮ ঘন্টায় আরো একজন সহ ইতোমধ্যে ১ হাজার ৬৪৫ জন আক্রান্তের মধ্যে মৃত্যু হয়েছে ৩১ জনের। বরগুনাতে গত ৪৮ ঘন্টায় নতুনকরে দুজন করোনা আক্রান্ত হলেও জেলাটিতে ইতোমধ্যে আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৪৭ জনে পৌছেছে। মৃত্যু হয়েছে ২৫ জনের। ঝালকাঠীতেও গত ৪৮ ঘন্টায় আক্রান্তের সংখ্য একজনে হৃাস পেলেও জেলাটিতে ইতোমধ্যে ২৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩২৬।
গত ৪৮ ঘন্টায় দক্ষিণাঞ্চলে ৫৬৬ জন সহ এ পর্যন্ত ১ লাখ ১ হাজার ৪৮৬ জনের নমুনা পরিরক্ষায় ১৫ হাজার ২২৫ জনের মধ্যে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। এ অঞ্চলে এখনো সনাক্তের হার ১৫.০৬%। আর দক্ষিণাঞ্চলে মৃত্যুহার এখনো ১.৮১%। আর স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবে এপর্যন্ত দক্ষিণাঞ্চলে ১৩ হাজার ৪০১ জন সুস্থ হয়ে উঠেছেন সুস্থতার হার ৮৮.০২%।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডায়রিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ