Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

না.গঞ্জে কারখানায় বিস্ফোরণ, পাঁচ শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ মে, ২০২১, ৫:০৪ পিএম

নারায়ণগঞ্জের মদনপুর এলাকার নয়াবাড়িতে একটি কারখানায় গ্যাস লাইনে বিস্ফোরণে পাঁচ শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন, মোঃ আলম মিয়া (২৫), মেহেদী হাসান (২৫), নাজির উদ্দিন (২০), হ্যাভেন চাকমা(২২) ও বশির আহমেদ(২৫)। শনিবার (২২ মে) ভোর রাত তিনটার দিকে নারায়ণগঞ্জের নিটি ডাইং কারখানায় গ্যাস লিকেজ থেকে এই দুর্ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
ওই কারখানার সিকিউরিটি গার্ড বেলাল হোসেন জানান, আমাদের কারখানার নাম নিটি ডাইং ফাক্টরি। আমি এখানে সিকিউরিটি গার্ড হিসাবে কাজ করি। আমি রাতে আমি ঘুমিয়ে ছিলাম। রাত তিনটার দিকে ওই ফ্যাক্টরিতে গ্যাসের লিকেজ থেকে আগুন লাগে।এ ঘটনায় আমিসহ আরও পাঁচজন অগ্নি দগ্ধ হই।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, আজ ভোরে নারায়ণগঞ্জ থেকে অগ্নিদগ্ধ হয়ে ৫ জন এসেছে। এদের মধ্যে মেহেদী হাসানের ৬০ শতাংশ, আলমের ১৭ শতাংশ, নাজিরের হ্যাভেন চাকমার ১৫ শতাংশ ও বশিরের ৪৮ শতাংশ পুড়ে গেছে। তারা সবাই জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে । তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।



 

Show all comments
  • Burhan uddin khan ২২ মে, ২০২১, ৫:৩২ পিএম says : 0
    Allah will help them...
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ