Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কামরাঙ্গীর চরে পোশাক কারখানায় অগ্নিকান্ডে ৬ শ্রমিক দগ্ধ

প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর কামরাঙ্গীরচরের একটি পোশাক তৈরির কারখানায় অগ্নিকা-ে ৬ শ্রমিক দগ্ধ হয়েছেন। এরা হলেন, নাজমুল (১৯), সুমন (১৮), শাকিল (১৮), মনির (১৬), আশিক (১৪) ও হাসান (১৪)। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।
আহতরা জানিয়েছেন, তারা সবাই কামরাঙ্গীরচরে বৃষ্টি ফ্যাশন নামে একটি কারখানার শ্রমিক। টিন শেড ওই কারখানায় গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ আগুন লাগে। এ সময় তারা সবাই ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার পর তারা ঘর থেকে বের হতে গিয়ে দগ্ধ হন। এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু তারা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। দগ্ধদের মধ্যে আশিক ব্যতীত সকলের অবস্থাই গুরুতর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কামরাঙ্গীর চরে পোশাক কারখানায় অগ্নিকান্ডে ৬ শ্রমিক দগ্ধ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ