নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি স্টিল মিলে লোহা গলানোর কাজ করার সময় গলিত লোহা ছিটকে তিন শ্রমিক দগ্ধ হয়েছে। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দিনগত রাত ১১টায় উপজেলার কাচঁপুর এলাকায় রহিম স্টিল মিলে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- মকবুল হোসেন, সামসুল ইসলাম ও সাগর আহমেদ। তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, রাতে কাচঁপুরের রহিম স্টিল মিলে শ্রমিকরা কাজ করার সময় গলিত লোহা ছিটকে তাদের শরীরে পরে। এতে তিনজন শ্রমিক দগ্ধ হলে মিলের কন্ট্রাক্টর আনোয়ার দগ্ধদের বার্ন ইউনিটে নিয়ে ভর্তি করেন।
দগ্ধদের মধ্যে মকবুলের শরীরের প্রায় ৯০ ভাগ এবং বাকিদের ৩০ শতাংশ পুড়ে গেছে বলে জানান তিনি।