গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর রামপুরার রিটার্ন মাদক নিরাময় কেন্দ্রে জাকির হোসেন মানিক নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়।
গতকাল হাতিরঝিল থানার এসআই মোহাম্মদ শাহজাহান জানান, রামপুরার পলাশবাগে অবস্থিত রিটার্ন মাদক নিরাময় কেন্দ্রে মার্চ মাসে মানিক ভর্তি হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই মাদক নিরাময় কেন্দ্রে সে অসুস্থ হয়ে পড়ে। পরে ওই এলাকার ডেল্টা হাসপাতালে নেয়া হয় তাকে। সেখানকার চিকিৎসকরা মানিককে মৃত ঘোষণা করেন। মাদক নিরাময় কেন্দ্রের লোকজন জানিয়েছে, মানিকের প্রচুর শ্বাসকষ্ট হচ্ছিল।
তিনি আরও জানান, বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে মানিকের পরিবারের মাধ্যমে সংবাদ পেয়ে ওই হাসপাতাল থেকে লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্ত, আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।