বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানাধীন মিতালী ক্লাব এলাকায় অগ্নিকাণ্ডে পাঁচটি ঝুটের গুদাম ভস্মীভূত হয়েছে। এ সময় তিনটি গুদাম মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিস বিভাগের উপ-সহকারী পরিচালক হামিদ মিয়া জানান, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর ও কালিয়াকৈর স্টেশনের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নিয়োজিত হয়। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, সকাল ৬টার দিকে উজ্জলের ঝুটগুদাম থেকে আগুনের সূত্রপাত হয়ে পাশের ৫টি ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনে পুড়ে গেছে বিপুল পরিমাণ ঝুটের মালামাল।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল হামিদ জানান, ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের কর্মীরা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনার সংবাদ এখনো পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।