Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চুয়াডাঙ্গায় অস্ত্র ও গুলিসহ ২ পলাতক আসামি গ্রেফতার

চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ মে, ২০২১, ১০:৩৫ পিএম

চুয়াডাঙ্গায় প্রকাশ্যে গুলি করে একজন ট্রাক চালককে আহত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পালাতক ছিলো। এ ঘটনায় চুয়াডাঙ্গা পুলিশের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করা হয়।

পুলিশ সুপার জাহিদুল ইসলাম সম্মেলনে জানান, চলতি বছরের ২৭ ফেব্রæয়ারি বিকাল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাসটার্মিনাল এলাকায় প্রকাশ্যে চুয়াডাঙ্গা শহরের মাঝেরপাড়ার আরফিন শেখের ছেলে সাচ্চু শেখ (৪০) নামে এক ট্রাক চালককে গুলি করে তার প্রতিপক্ষরা। ঘটনার পর পুলিশ শহরের নূরনগর এলাকার একটি ভূট্টা ক্ষেত থেকে শাহেদ আলীর ছেলে বাকের (২৮)কে ৬ রাউন্ড গুলিসহ আটক করলেও অন্যরা পলাতক ছিলো। গতকাল বৃহস্পতিবার ভোরে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা পৌর এলাকার নুরনগর এলাকার শাহেদ আলীর ছেলে শাকের (২৬) কে আটক করে কুষ্টিয়া ইবি থানা এলাকা থেকে। তার দেয়া তথ্যের ভিত্তিতে সদর উপজেলার জাফরপুর গ্রামের মনুর ছেলে তার চাচাতো ভাই সুমন (২৮)কে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্য অনুসারে পুলিশ নুরনগর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগজিন উদ্ধার করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ