Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি হাসনা মওদুদের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২০ মে, ২০২১, ৮:৩৮ পিএম

কোম্পানীগঞ্জের ৮টি ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ব্যারিস্টার মরহুম মওদুদ আহমদের সহধর্মিণী সাবেক সংসদ সদস্য হাসনা জসীম উদ্দীন মওদুদের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলার মুছাপুর ক্লোজারে অনুষ্ঠিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ৮টি ইউনিয়নের ১৭জন সভাপতি-সম্পাদক এই ঘোষণা দেন।

সভায় বক্তারা বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য মরহুম ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিণী নোয়াখালী -৫ আসনের সাবেক সংসদ সদস্য হাসনা জসীম উদ্দীন মওদুদের নেতৃত্বে নেতৃত্বে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেয়। সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন, সহসভাপতি আহছান উল্যাহ মানিক, সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন সগির, কবিরহাট পৌরসভা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জু, উপজেলা যুবদলের সভাপতি ফজলুল কবির ফয়সল, উপজেলা ছাত্রদলের সভাপতি আতোয়ার হোসেন পাভেল, চরহাজারী ইউনিয়ন বিএনপিসাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ঢাকাস্থ কোম্পানীগঞ্জ সমিতির সভাপতি এম এ হোসেন প্রমূখ।

উল্লেখ্য, ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুর পর নোয়াখালী-৫ আসনের নেতৃত্ব নিয়ে কেন্দ্র থেকে এখনো কোন সিন্ধান্ত আসেনি। উল্লেখ্য, ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিনী হাসনা জসীম উদ্দীন মওদুদের এলাকায় সূপরিচিতি রয়েছে। এরআগে তিনি এ আসনের এমপিও ছিলেন। তাছাড়া বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে তিনি ব্যারিষ্টার মওদুদ আহমদেও সঙ্গে উপস্থিত থাকতেন। ফলে কোম্পানীগঞ্জে হাসনা মওদুদের গ্রহনযোগ্যতা ব্যাপক। অপরদিকে জামাত ঘরানার ফখরুল ইসলাম নামের এক ব্যক্তি কোম্পানীগঞ্জে বিএনপির সাইনবোর্ড ব্যবহার করে নেতাকর্মীদের সাথে যোগাযোগ করছেন। কিন্তু কোম্পানীগঞ্জে বিএনপির কর্মী সমর্থকরা হাসনা মওদুদের নেতৃত্বে সংগঠনকে আরো শক্তিশালী করার আশাবাদি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নোয়াখালী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ