বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
হাতিয়া উপজেলার টাঙ্কিরঘাট থেকে হারুন শিকদার (৫৫) নামের অপহৃত এক ব্যবসায়ীকে দুইদিন পর উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় অপহরণকারীদের রেখে যাওয়া একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে ঢালচর থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ব্যবসায়ী ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলার চর মোজাম্মেল ইউনিয়নের হেমায়েত উদ্দিন শিকদারের ছেলে।
কোস্টগার্ড জানায়, গত মঙ্গলবার হাতিয়া ও রামগতি উপজেলার সীমান্তবর্তী টাংকিরঘাট এলাকা থেকে হারুন শিকদারকে অপহরণ করে নিয়ে যায় একদল জলদস্যু। ঘটনায় অপহৃতের পরিবারের লোকজন তজুমুদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন। বৃহস্পতিবার দুপুরে ঢালচর এলাকার জলদস্যুদের একটি আস্তানায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে একটি এলজি উদ্ধার করা হয়েছে।
হাতিয়া কোস্টগার্ড স্টেশন কমান্ডার বিশ্বজিৎ বড়ুয়া বলেন, উদ্ধারকৃত ব্যবসায়ীকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।