Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বনাথে সাংবাদিকদের চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবি

বিশ্বনাথ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ মে, ২০২১, ৮:৪৯ পিএম

দৈনিক প্রথম আলোর খ্যাতিমান সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে শারীরিকভাবে হেনস্থা, নির্যাতন ও তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে এবং রোজিনার নিঃশর্ত মুক্তির দাবিতে সিলেটের বিশ্বনাথে কালো কাপড়ে চোখ বেঁধে প্রতিবাদ জানিয়েছেন উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। বুধবার (১৯ মে) বিকেল ৩টার দিকে পৌর শহরের বাসিয়া সেতুর উপর এ কর্মসূচী পালন করেন স্থানীয় সাংবাদিকরা।

এসময় সাংবাদিকরা প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে পেশাগত দায়িত্ব পালনকালে অমানুষিক নির্যাতনকারী স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের বিচার দাবি এবং তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়ায় তীব্র নিন্দা জানানো হয়। একইসাথে অবিলম্বে সাংবাদিক রোজিনার মুক্তির দাবি জানান তারা।

বক্তারা বলেন, ‘দেশ যখন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে, ঠিক সেই সময়ে সাংবাদিকের স্বাধীনতার উপর টুটি চেপে ধরছে সরকার। গত সোমবার রোজিনা ইসলামের উপর যে ন্যাক্কারজনক হামলা সচিবালয়ে ঘটেছে তা তীব্র প্রতিবাদ জানাই আমরা। এটি মুক্ত সাংবাদিকতার উপর একটি নগ্ন হস্তক্ষেপ।’ আমরা ডিজিটাল নিরাপত্তা আইনসহ সাংবাদিকতার কন্ঠ রোধ করে এমন সকল কালো আইনের বিলুপ্তি চাই। বক্তারা- সাংবাদিকতার কন্ঠ রোধকারী সকল কালো আইন বিলুপ্তি চেয়ে রাষ্ট্রের চতুর্থস্তম্ভ সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

প্রতিবাদী সভায় উপস্থিত ছিলেন, উপজেলার প্রবীণ সাংবাদিক আব্দুল আহাদ, জাহাঙ্গীর আলম খায়ের (দৈনিক সমকাল), আশিক আলী (দৈনিক যুগান্তর), কামাল মুন্না (দৈনিক যায়যায়দিন), সাইফুল ইসলাম বেগ (দৈনিক বাংলাদেশ প্রতিদিন), নবীন সোহেল (দৈনিক শুভপ্রতিদিন), রোহেল উদ্দিন (দৈনিক গণমুক্তি), আব্দুস সালাম (দৈনিক ইনকিলাব), আক্তার আহমদ শাহেদ (দৈনিক মানবজমিন), মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম জুবায়ের, তজম্মূল আলী রাজু (সবুজ সিলেট), প্রনঞ্জয় বৈদ্য অপু (দৈনিক উত্তরপূর্ব), এমদাদুর রহমান মিলাদ (দৈনিক সিলেটের ডাক), মোহাম্মদ আলী শিপন (দৈনিক কালেরকন্ঠ), আব্বাস হোসেন ইমরান (দৈনিক আমাদের সময়), বদরুল ইসলাম মহসিন (দৈনিক ভোরের কাগজ), মিছবাহ উদ্দিন (দৈনিক আমার সংবাদ), পাবেল সামাদ (দৈনিক আমাদের নতুন সময়), জামাল মিয়া (দৈনিক ভোরের ডাক), আব্দুস শহিদ (ডাইজেস্ট), আবুল কাশেম (বাংলাদেশ মিডিয়া), কামরুল আশিকী (ভোরের সিলেট) নূর উদ্দিন (দৈনিক দিনরাত), সংগঠক শফিক আহমদ পিয়ার, ফজল খান, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম শফিক, সংবাদকর্মি আহমদ আলী ইরন (দৈনিক জনতা) প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ