বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে এক অসহায় কিশোরের উপার্জনের একমাত্র মাধ্যম ব্যাটারী চালিত ভ্যান চুরি করে নিয়ে গেছে প্রতারক চক্র। বুধবার সকাল ১১টার দিকে চুকনগরের সাতক্ষীরা রোডের এসবিএসি ব্যাংকের সামনে থেকে এই ভ্যানটি চুরি হয়। সে সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাঠি গ্রামের বাবুল সরদারের ছেলে। তার নাম মোঃ আব্দুল্লাহ সরদার।
আব্দুল্লাহ জানায় বুধবার সকালে তালা থেকে ভ্যানটি ভাড়া নিয়ে সে চুকনগরে আসে। এরপর তার সাথে যাত্রীবেশী ২ প্রতারক দুটো টেলিভিশন সাতক্ষীরার তালায় নিয়ে যেতে হবে বলে ১০০ টাকায় চুক্তি করে। এরপর কৌশলে তাকে বস্তা কিনতে পাঠিয়ে দিয়ে তালাবদ্ধ ভ্যানটির তালা ভেঙ্গে ভ্যান নিয়ে পালিয়ে যায় ওই দুই প্রতারক। পর মুহূর্তে ছেলেটি ফিরে এসে ভ্যান না দেখে হাউমাউ করে কাঁদতে থাকে। তার গগণবিদারী কান্নায় সেখানকার পরিবেশ ভারি হয়ে উঠে।
আব্দুল্লাহ আরো জানায়,তারা দুই ভাইবোন। সে চতুর্থ শ্রেণীতে পড়াশুনা করে লকডাউনের কারণে স্কুল বন্ধ থাকায় সকালে সে ভ্যানটি চালায়। এসময় তার পিতা পরের ক্ষেতে কাজ করে এবং বিকেলে ভ্যান চালায়। ভ্যানটিই তাদের পরিবারের উপার্জনের একমাত্র মাধ্যম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।