Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তি, নির্যাতনকারীদের শাস্তি না দিলে, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি সিলেটের সাংবাদিকদের

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৯ মে, ২০২১, ৭:৫৫ পিএম

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক ও কারাবন্দী রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, এবং তাঁকে নির্যাতনকারী কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন সিলেটের সাংবাদিক নেতারা। তাঁরা রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে করা সাজানো মামলা প্রত্যাহারও চেয়েছেন। অবিলম্বে রোজিনা ইসলামকে মুক্তি না দিলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন সিলেটের সাংবাদিকরা।

অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগে ঘন্টার পর ঘন্টা আটকে রেখে নির্যাতন, সাজানো মামলা দিয়ে জেলে পাঠানোর প্রতিবাদ ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে সিলেট জেলা প্রেসক্লাব আয়োজিত এক অবস্থান কর্মসূচি থেকে জানানো হয় এ দাবি। আজ বুধবার (১৯ মে) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত চলা সিলেটের সিভিল সার্জন অফিসের সামনে অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজাদের সভাপতিত্বে ও ক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদের সঞ্চালনায় শুরুতে কর্মসূচির বিস্তারিত তুলে ধরে বক্তব্য দেন সংগঠনের সহ সভাপতি-১ মঈন উদ্দিন। কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন- সিলেট সাংবাদিক ইউনিয়নের আহবায়ক লিয়াকত শাহ ফরিদী, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর সিনিয়র সাংবাদিক রেজওয়ান আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সহ সভাপতি-২ এস. সুটন সিংহ, সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজা সিলেটের সদস্য, চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার গোলজার আহমদ ও এটিএন বাংলা ইউকে সিলেট বিভাগীয় প্রতিনিধি শফিকুল ইসলাম শফি প্রমুখ।

অবস্থান কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করায় আজ কারান্তরিণ হতে হয়েছে। স্বাধীন ও অনুসন্ধানী সাংবাদিকতা আজ জলাঞ্জলির পথে। দুর্নীতিবাজদের বিচার না করে একজন অনুসন্ধানী প্রতিবেদককে চুরির মামলা দিয়ে ক্ষুণ্ণ করা হয়েছে সরকারের ভাবমূর্তি। বক্তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে রোজিনা ইসলামের করা সকল প্রতিবেদনকে গুরুত্ব দিয়ে দুর্নীতিতে জড়িত কর্মকর্তাদের শাস্তির আওতায় আনতে হবে।

অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মহসীন, ফয়সল আহমদ বাবলু, মতিউল বারী চৌধুরী, উজ্জ্বল মেহেদী, মামুন হাসান, সাদিকুর রহমান সাকী, সুমনকুমার দাশ, এ এইচ আরিফ, সৈয়দ রাসেল, শাব্বীর আহমদ ফয়েজ, আনিস মাহমুদ, সজল ঘোষ, এসএম রফিকুল ইসলাম সুজন, মোস্তাফিজুর রহমান রোমান, রবি কিরণ সিংহ, শংকর দাস, কাইয়ুম আল রনি, মো. ওলিউর রহমান, মো. নুরুল হক শিপু, আশরাফ চৌধুরী রাজু, মো. শাহীন আহমদ, শেখ মো. লুৎফুর রহমান, মো. সুলতান আহমদ, ইয়াহ্ইয়া মারুফ, রাশেদুল হোসেন সোয়েব, মো. একরাম হোসেন, রাহুল তালুকদার পাপ্পু, দিব্য জ্যোতি সী, মিঠু দাস জয়, মামুন হোসেন, ভবরঞ্জন মৈত্র বাপ্পা, আতিকুর রহমান নগরী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ