বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামের জামেয়া দারুসসুন্নাহ মাদরাসার মুহতামিম মুফতি ফারুক আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধা সাড়ে ৭টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের শেরপুর একটি মাদারাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি আমতৈল জমশেরপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের পুত্র।
গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের ডাকা হরতালে পিকেটিং করার জের ধরে বিশ্বনাথের বৃহত্তর আমতৈল ও ধলিপাড়া গ্রামবাসীর মধ্যে সংঘটিত সংঘর্ষের ঘটনায় ধলিপাড়া গ্রামের হাজী আব্দুল মুতলিবের পুত্র নাজমুল ইসলাম শিপু বাদী হয়ে বিশ্বনাথ থানায় মামলা এ দায়ের করেন, (মামলা নং-২৯/২১ইং)। ওই মামলায় ৬২ জনের নাম উল্লেখ করে এবং আরও ২৫০জনকে অজ্ঞানামা অভিযুক্ত করা হয়। মামলা দায়েরের পর থেকে প্রধান অভিযুক্ত মুফতি ফারুক আহমদ পলাতক ছিলেন। মঙ্গলবার বিকেলে বিশ্বনাথ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী, এসআই নূর হোসেন ও আফতাবউজ্জামন রিগ্যানের নেতৃত্বে একদল পুলিশ ওসমানীনগর উপজেলার সীমান্তবর্তী এলাকায় থেকে মুফতি ফারুক আহদকে গ্রেফতার করে। আজ বুধবার আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।