Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীর সূবর্ণচরে শিশু ধর্ষণ, অটোরিকশা চালক গ্রেপ্তার

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৯ মে, ২০২১, ১২:৫৩ পিএম

সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নে এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে (১০) রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় অভিযুক্ত অটোরিকশা চালক সোহাগকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে লক্ষ্ণীপুর জেলার রামগতি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত সোহাগ রামগতি পৌরসভার আলেকজেন্ডার এলাকার মজনুর ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সোহাগ পেশায় একজন অটোরিকশা চালক। সে রামগতি ও সুবর্ণচরের বিভিন্ন স্থানে অটোরিকশাযোগে ওষুধ পৌঁছে দেওয়ার কাজ করে। গত ১৭ মে সোমবার বিকেল ৪টার দিকে সুবর্ণচরের বেড়ি বাঁধের মাথা থেকে অটোরিকশা নিয়ে নতুন বাজার যাওয়ার পথে চর পানা উল্যাহ এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে (১০) দেখতে পায়। এসময় সোহাগ অটোরিকশাটি দাঁড় করিয়ে শিশুটিকে কৌশলে পাশ্ববর্তী একটি ব্রিজের নিচে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি চিৎকারে একজন পথচারী বিষয়টি দেখে ফেললে সোহাগ অটোরিকশা রেখে দ্রæত পালিয়ে যায়।

চরজব্বার থানার ওসি মো. জিয়াউল হক জানান, ঘটনার দিন রাতে ওই শিশুর বড় ভাই বাদী হয়ে সোহাগকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মঙ্গলবার রাতে আলেকজেন্ডার এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। একইদিন শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ