Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীর বেগমগঞ্জে যাত্রী হয়রানির অভিযোগে ৬ দালালের কারাদন্ড

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৮ মে, ২০২১, ৮:৪৬ পিএম

বেগমগঞ্জে সড়কে যাত্রী হয়রানির অভিযোগে ৬ দালালকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড ও ২ দালালকে অর্থদন্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বেগমগঞ্জ উপজেলা কমিশনার (ভূমি) কামরুল হোসেন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দন্ডাদেশ দেয়।

দন্ডপ্রাপ্তরা হলো, আব্দুল করিম ও মাহবুবুর রহমানকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড। মো. জাহেদ হোসেন রতন, মো. বাবলু, মো. তারেক, বেলাল হোসেনকে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। এছাড়া মো. ইসমাইলকে ২ হাজার টাকা, মো. ওমর ফারুককে ৫ হাজার টাকা অর্থদন্ড করে।

এর আগে, বিকেলের দিকে উপজেলার চৌরাস্তা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮ দালালকে যাত্রী হয়রানির সময় হাতেনাতে আটক করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।

স্থানীয়রা জানান, গ্রামাঞ্চল থেকে আসা যাত্রীদের এরা নানাভাবে হয়রানি করে টাকা পয়সা হাতিয়ে নেয় চক্রটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নোয়াখালী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ