মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনে গত বছর জন্ম নিয়েছে এক কোটি ২০ লাখ শিশু। তাদের মধ্যে ১১১.৩ জন ছেলের বিপরীতে মেয়ে জন্ম নিয়েছে ১০০ জন। গত এক দশকের পরিসংখ্যানও এর চেয়ে খুব একটা ভিন্ন নয়। সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, চার দশক ধরে চীনের এক সন্তান নীতির ফলে ছেলে ও মেয়ে শিশু জন্ম নেওয়ার হারে তারতম্য দেখা দিয়েছে। ফলে, সে দেশে বিবাহযোগ্য নারীর সংখ্যাও কম। বর্তমানে দেশটিতে তিন কোটির বেশি পুরুষ বিয়ে করার জন্য পাত্রীর সন্ধানে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় ধরে কেবল ছেলে শিশুর প্রতি গুরুত্ব দেওয়ার কারণে সমাস্যাটির সৃষ্টি হয়েছে। সর্বশেষ আদম শুমারিতে জানা গেছে, সে দেশে কন্যাশিশু জন্ম নেওয়ার হার কিছুটা বেড়েছে। তবে পুরুষ ও নারীর অনুপাত শিগগিরই সমান হওয়ার আশা দেখছেন না বিশেষজ্ঞরা। গত সপ্তাহে চীনের সপ্তম আদম শুমারির ফল প্রকাশ করা হয়েছে। তাতে দেখা গেছে, প্রতি ১০০ কন্যাশিশুর বিপরীতে ছেলে শিশু জন্ম নিয়েছে ১১১.৩ জন। সাউথ চায়না মর্নিং পোস্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।