বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লকডাউন অমান্য করে সড়কে গাড়ি চলাচল করায় ৯টি মামলা ও ৩টি গাড়ি জব্দ করেছে বেগমগঞ্জ ট্রাফিক বিভাগ।
মঙ্গলবার (১৮ মে) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত নোয়াখালী টু ঢাকা আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে ১০টি মামলা ও এসব গাড়ি জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর কামরুল হাসান।
তিনি বলেন, লকডাউন অমান্য করে যাত্রী বহন, অতিরিক্ত ভাড়া আদায় করায় নোয়াখালী টু ঢাকা আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন জব্দ করে ট্রাফিক পুলিশ। এর মধ্যে রয়েছে ১টি বাস, ১টি সিএনজি ও ১টি মাইক্রোবাস।
উল্লেখ্য, গত সাত দিনে লক ডাউন অমান্য করে সড়কে গাড়ি চলাচল করায় বেগমগঞ্জ ট্রাফিক বিভাগ ৭০টি মামলা করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।