গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম-সম্পাদক মামুনুল হককে তিন দিনের রিমান্ডে গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে থানায় নেয়া হয়েছে। মঙ্গলবার (১৮ মে) সকালে কারাগার থেকে তাকে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় নেয়া হয়।
কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. দেলোয়ার জাহান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সোনারগাঁ থানায় নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় মামুনুল হকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই রিমান্ডে তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
এর আগে গত ১১ মে রাতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মামুনুল হকসহ হেফাজত ইসলামের ১৪ নেতাকে কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার থেকে তার তিন দিনের রিমান্ড কার্যকর হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।