Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে একদিনে রেকর্ড ৪ হাজার ৩২৯ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মে, ২০২১, ১১:৫৬ এএম

লাশের গন্ধে ভারতের পরিবেশ দুষিত হয়ে পড়েছে। আর শম্মানের চিতাগুলো ক্ষয়ে ক্ষয়ে পড়ছে। টানা টানা জ্বলতে জ্বলতে চিতা শক্তি হারিয়ে ফেলেছে। লোহাগুলো গলে যাচ্ছে।

এদিকে টানা দুদিন তিন লাখের নিচে সংক্রমণ হলেও ভারত করোনাভাইরাসে (কভিড-১৯) একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড গড়েছে।

গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩২৯ জনের মৃত্যু হয়েছে যা করোনা প্রাদুর্ভাবের পর দেশটিতে সর্বোচ্চ।

মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, একদিনে আরও ২ লাখ ৬৩ হাজার ৫৫৩ জন করোনা আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যাও আড়াই কোটি ছাড়িয়ে গেল। এখন পর্যন্ত ভারতে মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৫২ লাখ ২৮ হাজার ৯৯৬ জন। মারা গেছেন ২ লাখ ৭৮ হাজার ৭১৯ জন।

আনন্দবাজার জানায়, মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, গুজরাট, মধ্যপ্রদেশ, বিহার, কেরালার মতো রাজ্যগুলোতে সংক্রমণ কমেছে। তবে বেড়েছে তামিলনাড়ু, কর্নাটক, অন্ধ্রপ্রদেশে। পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৩ জন।

সংক্রমণ পরিস্থিতির লাগাম টানতে চলছে টিকাদান কর্মসূচি। যদিও টিকার পর্যাপ্ত জোগান না থাকারও অভিযোগ উঠেছে। গত ২৪ ঘণ্টায় টিকা পেয়েছেন ১৫ লাখ ২৬ হাজার ৬৮৯ জন। এ নিয়ে মোট টিকা দেওয়া হয়েছে ১৮ কোটি ৪৪ লাখ ডোজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ