Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেসবুকে স্ট্যাটাস নিয়ে সংঘর্ষ : সিলেটে চেয়ারম্যান-মেম্বার আটক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মে, ২০২১, ৭:৫৭ পিএম

ফেসবুকের স্ট্যাটাস নিয়ে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় স্থানীয় এক ইউপি চেয়ারম্যান ও এক মেম্বারকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুটি মিয়া ও একই ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) আবদুল কুদ্দুছ।

তাদের উভয়ের গ্রাম ইউনিয়নের নিজগাঁওয়ে। আজ সোমবার (১৭ মে) তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মুজিবুর রহমান। তিনি জানান, ১৬১ ধারায় গ্রেফতার দেখিয়ে ইউপি চেয়ারম্যান ও মেম্বারকে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, ইউপি চেয়ারম্যান কুটি মিয়ার সমর্থক বজলু মিয়ার ফেসবুকে দেয়া একটি স্ট্যাটাস নিয়ে গ্রামের দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জের ধরে গতকাল রবিবার (১৬ মে) সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ৩০ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু উভয়পক্ষের মধ্যে তখনও উত্তেজনা বিরাজ করছিল। ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে রবিবার সন্ধ্যা ৭টার দিকে গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রভাষ কুমার সিংহের নেতৃত্বে একদল পুলিশ নিজগাঁও গ্রামে গিয়ে ইউপি চেয়ারম্যান কুটি মিয়া ও মেম্বার আবদুল কুদ্দুছকে আটক করে থানায় নিয়ে আসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ