Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাস্থ্যবিধি মেনে বিআরটিএ’র সেবা চালু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ মে, ২০২১, ১:৩০ পিএম

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সব ধরনের সেবা কার্যক্রম আজ সোমবার (১৭) থেকে আবার চালু হয়েছে। আজ থেকে বিআরটিএ-এর প্রধান কার্যালয়সহ দেশের সকল সার্কেল অফিসে সেবা কার্যক্রম চালু থাকবে।

রোববার (১৬ মে) রাতে বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশ শেখর বিশ্বাস স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী সোমবার (১৭ মে) থেকে বিআরটিএ-এর সকল বিভাগীয় ও সার্কেল অফিস খোলা রেখে কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সেবা কার্যক্রম চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় গত ১৪ এপ্রিল কঠোর লকডাউনের ঘোষণার পর থেকে বিআরটিএ-এর সব কার্যক্রম বন্ধ ছিল। এরপর গত ৯ মে থেকে দেশের সব মেট্রো ও জেলা সার্কেল অফিসে জরুরি সেবা কার্যক্রম চালু করে সংস্থাটি। এবার স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের সেবা চালু করলো বিআরটিএ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেবা

১৫ জুন, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ