পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঈদের ছুটিতে চট্টগ্রামে নারী, কিশোরীসহ ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার নগরীর আকবরশাহ থানা এলাকার একটি বাসা থেকে ফারিয়া আক্তার (১৮) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ফারিয়া ওই এলাকার ইসমাইল হোসেনের মেয়ে। পরিবারের পক্ষ থেকে বলা হয়, সে আত্মহত্যা করেছে। শনিবার গভীর রাতে বোয়ালখালী উপজেলার চরণদ্বীপে লুৎফুন নাহার পুতুল (২৮) নামে দুই সন্তানের জননী এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ওই এলাকার প্রবাসী আবদুল মালেকের স্ত্রী। বাঁশখালীতে ঈদের দিন বেড়াতে গিয়ে নিখোঁজ কিশোরীর লাশ পাওয়া গেছে একটি খালে। উপজেলার ছনুয়া ইউনিয়নের কুতুবখালী থেকে শনিবার লাশ উদ্ধার করে পুলিশ। হালিমা আক্তার (১৬) নামে ওই কিশোরীর বাড়ি কুতুবখালী এলাকায়।
ঈদের দিন রাতে সীতাকুন্ড উপজেলার কুমিরা ইউনিয়নের দেলীপাড়া এলাকার একটি পুকুর থেকে অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করে পুলিশ। ঈদের দিন সকালে নগরীর ইপিজেড থানার আকমল আলী সড়কের একটি বাসা থেকে বনানী রানী (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। বনানীর নাম আরতী রানীর অভিযোগ, শ্বশুর বাড়ির লোকজন তাকে হত্যা করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।