Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ বিভিন্ন দেশের তারকাদের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মে, ২০২১, ৯:৪৩ পিএম

অধিকৃত ফিলিস্তিনে ইসরাইলি সামরিক বাহিনীর অব্যাহত সহিংসতার জেরে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়েছেন বিভিন্ন দেশের তারকারা।

মার্কিন অভিনেত্রী, গায়ক এবং মডেল প্যারিস হিলটন ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়েছেন। রোববার নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে তিনি সেভ প্যালেস্টাইন, গাজা আন্ডার অ্যাটাক হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করেন।

প্যারিস হিলটন লেখেন, এটা খুবই হৃদয়বিদারক, এটা এখনই বন্ধ হওয়া প্রয়োজন। এরপর তিনি এক ফিলিস্তিনি বালিকার কান্নার ভিডিও পোস্ট করে লেখেন, এটা আমার হৃদয়কে ব্যথিত করছে। এমন ভীতিকর জীবন কেউ চায় না। আমার মমতা এই বালিকা এবং তার আশপাশের সব শিশুর জন্য।

ফিলিস্তিনি বংশদ্ভুত মার্কিন মডেল বেলা হাদিদ তার ইনস্টাগ্রাম একাউন্টকে বেছে নিয়েছেন ইসরাইলি সহিংসতার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানোর প্ল্যাটফর্ম হিসেবে। নিজেকে গর্বিত ফিলিস্তিনি হিসেবে উল্লেখ করে এক ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি বলেন, ‘ফিলিস্তিনকে কখনোই মুছে দেয়া যাবে না।’

বেলা বলেন, ‘আমি আমার পূর্বপুরুষদের জন্য ব্যথা অনুভব করছি। আমার কান্না সেখানে থাকা আমার ফিলিস্তিনি ভাই-বোনদের জন্য, যারা নিরাপত্তাহীনতা ও ভীতি অনুভব করছেন। এর অবসান হওয়া উচিত। ২০২১ সালে এর কোনো স্থান থাকতে পারে না! আমার বোন অ্যালানা আমার অনুভূতি সম্পর্কে যথার্থই লিখেছে। ফিলিস্তিনি হিসেবে আমরা গর্বিত এবং ফিলিস্তিনের পাশেই আমরা রয়েছি।’

সোমালি বংশদ্ভুত মার্কিন মডেল হালিমা অ্যাডেন তার ইনস্টাগ্রাম স্টোরিতে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বলেন, ‘ফিলিস্তিনি ভাই-বোনদের জন্য আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা।’

ব্রিটিশ গায়িকা ডুয়া লিপা তার ইনস্টাগ্রামে ‘শেখ জাররাহে কী হচ্ছে’ শিরোনামে এক স্টোরিতে লিখে জেরুসালেমের ঘটনার বিষয়ে বর্ণনা করেন।
পাকিস্তানি গায়ক আসিম আজহার তার টুইটার একাউন্টে এক বার্তায় বলেন, ‘আমি অসুস্থ ও ক্ষুব্ধ। কিভাবে আপনি প্রার্থনার স্থানে প্রতিরক্ষাহীন মুসল্লিদের আক্রমণ করেন? এবং আগের মতোই ইসরাইলের ফিলিস্তিনের ওপর অত্যাচারের বিষয়ে বিশ্ব নিরব থাকছে।’

অপর পাকিস্তানি গায়ক ফারহান সাইদ মসজিদুল আকসায় ইসরাইলি বাহিনীর হামলার এক ভিডিও শেয়ার করে টুইট বার্তায় লিখেন, ‘বিশ্বের অন্তহীন নিরবতা অপরাধ! কিভাবে আন্তর্জাতিক সম্প্রদায় বসে বসে এই দৃশ্য দেখছে? এটি সন্ত্রাস!’ সূত্র : মিডল ইস্ট মনিটর ও ডন



 

Show all comments
  • Awal Talukder ১৭ মে, ২০২১, ৭:৪২ এএম says : 0
    Israel is a terrorist County.They killed innocent pelestine people all over the pelestine.Stop all kinds of genocite there.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ