মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের গোয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (জিএমসিএইচ) গত চার দিনে অক্সিজেনের অভাবে ৭৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার এ খবর জানিয়েছে এনডিটিভি অনলাইন।
ইন্ডিয়া টুডে জানায়, বৃহস্পতিবার রাত ২টা থেকে ভোর ৬টার মধ্যে ১৩ জন রোগীর মৃত্যু হয়েছে। কোভিড-১৯ ওয়ার্ডে অক্সিজেন লেভেল কমে যাওয়ার পর তাদের মৃত্যু হয়। ফলে চারদিনে জিএমসিএইচে অক্সিজেনের অভাবে ৭৪ জনের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় শুক্রবার তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি নিয়োগ দিয়েছে সরকার। কেন গোয়ার শীর্ষ হাসপাতালে অক্সিজেন সরবরাহ নিয়ে এই সংকট দেখা দিয়েছে।
বম্বে হাইকোর্টের গোয়া বেঞ্চ রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল, যেভাবেই হোক অক্সিজেনের ঘাটতি যাতে না দেখা দেয় হাসপাতালে। সরঞ্জাম ঘাটতির কারণে মানুষ মারা যাবে তা মেনে নেওয়ার মতো নয়।
গোয়ার মুখ্যমন্ত্রী প্রমদ সাবন্ত বলেছে, ‘মেডিকেল অক্সিজেনের প্রাপ্যতা এবং এর সরবরাহ ব্যবস্থার মধ্যে কোনো ঝামেলা থাকতে পারে।’ রাজ্যে কোনো অক্সিজেন ঘাটতি নেই বলেও দাবি করেন তিনি।
এদিকে, অক্সিজেন ঘাটতির ঘটনায় গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রাণের বিরুদ্ধে অভিযোগ এনে মামলা দায়ের করেছেন বেন্টো লরেনা। বেন্টো নিজে বিজেপির নেতা। তিনি এই বিষয়ে বলেন, ‘গোয়ায় অক্সিজেনের অভাবের ঘটনা ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে এবং এই পুরো ঘটনা স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রাণের মস্তিষ্কপ্রসূত।’
করোনাকালে রাজ্যে-রাজ্যে অক্সিজেনের আকাল। গোয়াতেও একই অবস্থা। সরকারি, বেসরকারি হাসপাতালগুলিতে অক্সিজেনের সংকট। গোয়া মেডিক্যাল কলেজ হাসপাতালেও কয়েকটি মৃত্যুর ক্ষেত্রে অক্সিজেনের অভাব বা অক্সিজেনের চাপ কম ছিল, একথা বম্বে হাইকোর্টের গোয়া বেঞ্চের সামনে স্বীকার করেছে গোয়া সরকার। বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে আদালত। অবিলম্বে গোয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনের ব্যবস্থা করতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে বম্বে হাইকোর্ট। গোয়ায় দ্রুত অক্সিজেন পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। সূত্র : এনডিটিভি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।