Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরপুরে কুকুরের কামড়ে আহত-৩০, কুকুর আতঙ্কে মানুষ

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ মে, ২০২১, ৩:২৯ পিএম

শেরপুর শহরের মোবারকপুর মহল্লায় পাগলা কুকুরের কামড়ে ৩০ জন আহত হয়েছেন। আহত করা হয়েছে ২৫টি গরুকেও। বৃহস্পতিবার (১৩ মে) ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত এ ঘটনা ঘটে। আহতদের শেরপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনার পর থেকেই এলাকায় কুকুর আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগীরা জানান, শেরপুর পৌরসভার মোবারকপুর মহল্লায় ৮/১০টি পাগলা কুকুর সকাল থেকে যেখানেই মানুষ ও গৃহপালিত পশু পাচ্ছিল সেখানেই কামড়িয়ে আহত করতে থাকে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত শিশু, মহিলাসহ ৩০জন মানুষ ও ২৫টি গরুকেও কামড়ে আহত করা হয়েছে। স্থানীয় সংঘবদ্ধ হয়ে পাগলা কুকুরগুলোকে ধরতে স্থানীয়রা চেষ্টা চালায়। হাসপাতালের স্টোর বন্ধ থাকায় মিলছে না বিনা মূল্যের ভ্যাকসিন। তাই আহতদের জন্য হাসপাতালের বাইরে থেকে ভ্যাকসিন কিনে নিতে হচ্ছে। প্রতিটি ভ্যাকসিনের দাম নিচ্ছে ১৮শ থেকে ২হাজার টাকা করে। এতে চরম বিপাকে পড়েছে আহতরা। তাই অনেকেই টাকার অভাবে ভ্যাকসিন নিয়ে চলে গেছে বাড়ীতে।

শেরপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) খাইরুল কবির সুমন বলেন, আজ হসাপাতালের জরুরী বিভাগ ছাড়া আর সবকিছু বন্ধ। কুকুরের ভ্যাকসিন রাখা স্টোরও বন্ধ। ঈদের পর হাসপাতাল খোললে আমরা বিনামূল্যের ভ্যাকসিন দিতে পারবো। আপাতত প্রথম ডোজের ভ্যাকসিনটা বাইরে থেকেই নিতে হচ্ছে।

এদিকে গত ১৫দিনে জেলার বিভন্ন স্থানে শতাধিক ব্যক্তিকে কুকুরে কামড়িয়ে আহত করায় সাধারণ মানুষের মধ্যে কুকুর আতঙ্ক বিরাজ করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ